Yami Gautam: মা হতে চলেছেন ইয়ামি গৌতম, ৫ মাসের অন্তঃসত্ত্বা নায়িকা
Yami Gautam (Photo Credit: Instagram)

মুম্বই, ৮ ফেব্রুয়ারি: মা হতে চলেছেন ইয়ামি গৌতম (Yami Gautam)। প্রায় সাড়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ইয়ামি। চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে বিয়ের পর এবার সুখবর দিলেন বলিউড নায়িকা। অন্তঃসত্ত্বা জানার পর থেকে অত্যন্ত আনন্দিত ইয়ামি গৌতম। চলতি বছরের মে মাসে ইয়ামির কোল আলো করে সন্তান আসতে পারে বলে খবর। তবে ইয়ামির অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আসতে দেননি পরিবারের সদস্যরা। সেই কারণেই গত কয়েক মাস ধরে একেবারে ক্যামেরার বাইরে থেকে জীবনের এই বিশেষ পর্ব উপভোগ করছেন ইয়ামি গৌতম। যদিও আদিত্য ধর এবং ইয়ামি গৌতম শিগগিরই খুশির খবর প্রকাশ্যে আনতে পারেন বলে খবর।

আরও পড়ুন: Yami Gautam: স্বামী আদিত্যর জন্মদিনে সেজে উঠেছে ঘর, মধ্যরাতের ছবি শেয়ার ইয়ামি গৌতমের

২০২১ সালের ৪ জুন চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ইয়ামি গৌতম। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়ে বসে ইয়ামি এবং আদিত্যর বিয়ের আসর। ২০১৯ সালে ইরির সেটে আদিত্য় ধরের সঙ্গে পরিচয় হয় ইয়ামি গৌতমের। তারপরই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।