সিডনি টেস্ট থেকে বাদ পড়া টিম ইন্ডিয়ার রোহিত শর্মা-র সমালোচনায় ক্রিকেটমহল। একেবারেই ফর্মে না থাকায় চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চলতি শেষ টেস্টে দলে জায়গা পাননি অধিনায়ক রোহিত। এই প্রথম কোনও ভারতীয় অধিনায়ক দলে জায়গা পেলেন না। একের পর এক টানা ব্যর্থতায় টেস্ট ক্রিকেট থেকে অবসর জল্পনার মাঝে মুখ খুলেছেন রোহিত।
অবসর নেবেন না বলে জানিয়েছেন রোহিত শর্মা
টিম ইন্ডিয়ার অধিনায়ক অবসর নেবেন না বলে সাফ জানিয়েছেন, 'এখন রান পাচ্ছি না বলে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়িয়েছি। তবে অবসর নিচ্ছি না। ক্রিকেট থেকেও দূরে থাকছি না। দু'মাস বা পাঁচ মাস বাদেও যে রান পাব না, এমন নয়।' সমালোচকদেরও একহাত নিয়েছেন রোহিত। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভারতীয় ক্রিকেটে।
দেখুন রোহিত শর্মার পাশে দাঁড়িয়ে কী লিখলেন বিদ্যা বালান
Rohit Sharma, what a SUPERSTAR 🤩!!
To take a pause & catch your breath requires courage … More power to you … Respect 🙌 !! @ImRo45
— vidya balan (@vidya_balan) January 4, 2025
রোহিতকে সুপারস্টার অ্যাখা বিদ্যার
এরই মাঝে বলিউডের তারকা অভিনেত্রী বিদ্যা বালান টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা-র পাশে দাঁড়িয়ে বার্তা দিলেন। এক্স পোস্টে বিদ্যা লিখলেন, "প্রকৃত অর্থেই রোহিত শর্মা একজন সুপারস্টার। এইভাবে বিরতি নিয়ে এবং নিজের শ্বাস ধরে রাখতে হলে সাহসের দরকার হয়। তোমায় আরও শক্তি জোগাক...শ্রদ্ধা।"