Actor Arya Banerjee Found Dead: যোধপুর পার্কের বাড়ি থেকে উদ্ধার অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ
অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায় (Photo: Youtube)

কলকাতা, ১২ ডিসেম্বর: অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের (Arya Banerjee) রহস্যমৃত্যু। শুক্রবার দক্ষিণ কলকাতা যোধপুর পার্কের (Jodhpur Park) বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাঁকে। কয়েকটি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন আরিয়া। যার মধ্যে অন্যতম লাভ সেক্স অউর ধোঁকা, ডার্টি পিকচার (Dirty Picture)। ঘটনাস্থান থেকে রক্তের দাগ মিললেও, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আরিয়া সেতার বাদক পণ্ডিত নিখিল বন্দ্যোপাধ্যায়ের মেয়ে। পুলিশ জানিয়েছে যে সিনেমাতে আরিয়া বন্দ্যোপাধ্যায় নাম ব্যবহার করতেন তিনি। তাঁর আসল নাম দেবদত্তা বন্দ্যোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, শুক্রবার সকালে ঝোলাবারান্দায় শেষ বার তাঁকে দেখা গিয়েছিল। সকাল ১০টা নাগাদ পরিচারিকা এসে ডাকাডাকি করেও তাঁর সাড়া পাননি। ফোনও বেজে যায়। সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের খবর দেন তিনি। পরে পুলিশ এসে অভিনেত্রী আরিয়া বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার করে। আরও পড়ুন: Rajinikanth 70th Birthday: ৭০ বছরে রজনীকান্ত, জন্মদিনে দক্ষিণী সুপারস্টারকে শুভেচ্ছা নরেন্দ্র মোদির

পুলিশ জানিয়েছে, আরিয়া বন্দ্যোপাধ্যায় বাড়িতে একাই থাকতেন। তাঁর বোন সিঙ্গাপুরে থাকেন। ঘরে অনেকগুলি খালি মদের বোতল পাওয়া গেছে।