সুশান্ত ও রিয়া (Photo Credits: Instagram)

নতুন দিল্লি, ৫ অগাস্ট: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুতে সিবিআই (CBI) তদন্তের সুপারিশ করেছিল বিহার সরকার। আজ সুপ্রিম কোর্টে সলিসিটর জেনারেল তুষার মেহতা (Solicitor General Tushar Mehta) জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার বিহার সরকারের সুপারিশের আবেদন গ্রহণ করেছে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে বিহারের পটনায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা বিহার থেকে মুম্বইয়ে স্থানান্তরিত করার আবেদন জানিয়ে শীর্ষ আদালতে যান রিয়া। সেই মামলার শুনানিতেই সলিসিটর জেনারেল তুষার মেহতা একথা বলেন।

বিহার পুলিশের একটি দল সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার তদন্তে এই মুহূর্তে দিল্লিতে রয়েছে। এর আগে মৃত অভিনেতার বাবা কেকে সিং ছেলের মৃত্যুর জন্য পাটনা পুলিশের কাছে রিয়া চক্রবর্তী সহ মোট ছয় জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই মুম্বইতে গিয়েছে বিহার পুলিশ। আরও পড়ুন: Neel Bhattacharya Gets Covid-19 Positive: 'কৃষ্ণকলি' ধারাবাহিকের মূল চরিত্রের অভিনেতা নীল ভট্টাচার্য আক্রান্ত করোনাভাইরাসে

গত ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাটে উদ্ধার হয় সুশান্তের ঝুলন্ত দেহ। তার পর থেকেই সিবিআই তদন্তের দাবি জোরালো হচ্ছিল বিহারে।