পাটনা, ২৯ সেপ্টেম্বর: একতা কাপুর (Ekta Kapoor) এবং শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বিহারের একটি আদালত। XXX সিজন টু নামে একটি ওয়েব সিরিজের মাধ্যমে ভারতীয় সেনা (Indian Army) এবং তাঁদের পরিবারকে অপমান করা হয়েছে। XXX সিজন টু নামে ওই ওয়েব সিরিজের প্রেক্ষিতেই প্রযোজক একতা কাপুর এবং তাঁর শোভা কাপুরের বিরুদ্ধে বেগুসরাইয়ের একটি আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
বেগুসরাইয়ের বাসিন্দা শম্ভু কুমার একতা কাপুরের ওয়েব সিরিজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। শম্ভু কুমার এখন প্রাক্তন সেনা কর্মী। ২০২০ সালে শম্ভু কুমার XXX সিজন টু-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। XXX সিজন টু-তে ভারতীয় সেনার স্ত্রীদের বিরুদ্ধে আপত্তিজনক কিছু দেখানো হয়েছে। এই অভিযোগেই বেগুসরাইয়ের আদালতে অভিযোগ দায়ের করেন শম্ভু কুমার।
আরও পড়ুন: Viral Video: ৪৫ বছর পর ন্যানিকে খুঁজে পেয়ে আবেগে ভাসলেন ব্যক্তি, দেখুন
২০২০ সালের ওই অভিযোগের প্রেক্ষিতে চলতি বছরের ২৮ সেপ্টেম্বর বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা কাপুর এবং তাঁর মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় আদালতের তরফে। একতা কাপুর এবং শোভা কাপুরকে আদালতের তরফে সমনও পাঠানো হয়েছে। তাঁরা যাতে শিগগিরই আদালতে হাজির হন, সে বিষয়ে জারি করা হয়েছে নির্দেশ।