মুম্বই, ৪ এপ্রিলঃ অজয় দেবগণ (Ajay Devgn), তাবু (Tabu) অভিনীত ভোলা’র (Bholaa) মুক্তির পাঁচ দিন পার। ছবির বক্স অফিস সংগ্রহ দেখে বলা যায়, দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ছবি ঘিরে। ৩০ মার্চ বৃহস্পতিবার দেশ জুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি। পাঁচ দিনে অজয়ের ছবির ব্যবসা কোথায় দাঁড়িয়ে চলুন দেখে নেওয়া যাক (Bholaa Box Office Collection)।
ভোলার প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ ছিল ১১ কোটি ২০ লক্ষ। দ্বিতীয় দিন শুক্রবারের ব্যবসা ৭ কোটি ৪০ লক্ষ। প্রথম সপ্তাহান্তে শনিবার এবং রবিবারের ব্যবসা ১২ কোটি ২০ লক্ষ এবং ১৩ কোটি ৪৮ লক্ষ। সপ্তাহান্তে ব্যবসা ঊর্ধ্বমুখী হলেও সপ্তাহের শুরুতে ভোলার বক্স অফিস সংগ্রহ বেশ নিম্নগামী। সোমবার ছবি ব্যবসা করেছে ৪ কোটি ৫০ লক্ষ।
ভোলা'র বক্স অফিস সংগ্রহ...
#Bholaa is steady on the make-or-break Mon… Reported better occupancy in evening shows, since Tue [today] is a holiday [#MahavirJayanti]… Thu 11.20 cr, Fri 7.40 cr, Sat 12.20 cr, Sun 13.48 cr, Mon 4.50 cr. Total: ₹ 48.78 cr. #India biz.
Another holiday on Fri [#GoodFriday]… pic.twitter.com/Ssr3XREClB
— taran adarsh (@taran_adarsh) April 4, 2023
উল্লেখ্য, দক্ষিণী ছবি কাইঠির (Kaithi) হিন্দি রিকেম হল 'ভোলা'। ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সেই ছবি। ২৫ কোটির বাজেটে নির্মিত 'কাইঠি' ভারতে ১০৫ কোটির ব্যবসা করেছিল।