কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া (Photo Credits: Instagram)

মুম্বই, ১৫ অক্টোবর: প্রয়াত হলেন ভারতের প্রথম অস্কারজয়ী (Oscar Winner)কস্টিউম ডিজাইনার (Costume Designer) ভানু আথাইয়া (Bhanu Athaiya)। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। আজ নিজের বাড়িতে ঘুমের মধ্য়েই তিনি প্রয়াত হন। মৃত্য়ুকালে তাঁর বয়স হয়েছিল ৯১। মায়ের মৃত্য়ুর খবর জানিয়েছেন ভানু আথাইয়ার মেয়ে রাধিকা গুপ্তা।

রাধিকা জানিয়েছেন, আজ সকালে তাঁর মায়ের মৃত্য়ু হয়। ৮ বছর আগে তাঁর মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। গত ৩ বছর ধরে তিনি শয্য়াশায়ী ছিলেন। কারণ শরীরের একদিক প্যারালাইসড হয়ে গেছিল। দক্ষিণ মুম্বইয়ের চন্দনওয়াড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য় সম্পন্ন হয়েছে।

১৯৮৩ সালে 'গান্ধি' ছবিতে তাঁর কাজের জন্য অস্কার পুরস্কার জেতেন ভানু অথাইয়া। হিন্দি সিনেমায় পোশাক ডিজাইনার হিসাবে ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৫৬ সালে গুরু দত্তের সুপারহিট 'সি.আই.ডি' দিয়ে। রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধি' সিনেমায় সেরা পোশাক ডিজাইনের জন্য অ্যাকাডেমি পুরস্কার জিতেছিলেন। ২০১২ সালে, আথাইয়া নিরাপদ-রক্ষণাবেক্ষণের জন্য তাঁর অস্কার অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সসে ফিরিয়ে দিয়েছিলেন।