মুম্বই, ১৬ ফেব্রুয়ারি: স্লিপ ওবস্ট্র্যাক্টিভ অ্যাপনিয়ায় মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri)। মুম্বইয়ের (Mumbai) ক্রিটিকেয়ার হাসপাতালে মঙ্গলবার মাঝ রাতে প্রয়াত হন কিংবদন্তী সুরকার, গায়ক। লস এঞ্জেলস থেকে ছেলে বাপ্পা লাহিড়ি ফেরার পরই কিংবদন্তী শিল্পীর শেষকৃত্য সম্পন্ন হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। ফলে মুম্বইয়ের হাসপাতাল থেকে আজ মুম্বইয়ের বাড়িতে নিয়ে যাওয়া হয় বাপ্পি লাহিড়ির মরদেহ। বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে হাজির হন বলিউডের তাবড় (Bollywood) তারকারা। আজ বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাড়িতে হাজির হন চাঙ্কি পান্ডে (Chunky Panday), অভিজিৎ ভট্টাচার্য (Abhijeet Bhattacharya), হিমেশ রেশমিয়ারা।
View this post on Instagram
বাপ্পি লাহিড়ির মরদেহ বাড়িতে আনার পর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান তনুজা, কাজল (Kajol), ললিত পণ্ডিত, শান, অলকা ইয়াগনিকের মতো একাধিক তারকা।
আরও পড়ুন: Bappi Lahiri: সোনায় মোড়া থাকতেন সব সময়, কেন এত গয়না পরতেন বাপ্পি লাহিড়ি, ভাইরাল সাক্ষাৎকার
মাত্র ৬৯-এই শেষ প্রয়াত হন বাপ্পি লাহিড়ি। বেশ কিছুদিন রোগভোগের পর অবশেষে প্রয়াত হন ভারতের প্রথম 'ডিস্কো কিং'।