Kareena Kapoor Khan: মায়ের কোলে ঘুমোচ্ছে ছোট্ট জেহ, ভাইরাল করিনার ছবি
করিনার সঙ্গে জেহ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২০ অগাস্ট: মালদ্বীপে (Maldives) বেড়াতে গিয়েছেন করিনা কাপুর খান৷ সইফ আলি খানের ৫১ বছরের জন্মদিন পালন করতেই মালদ্বীপে পাড়ি দেন করিনারা৷ তৈমুর এবং জেহকে নিয়ে সম্প্রতি মুম্বই বিমানবন্দরে হাজির হন সইফ আলি খান, করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)৷ ব্যক্তিগত বিমানে চেপে মালদ্বীপে পাড়ি দেন বলিউডের (Bollywood) এই তারকা জুটি৷

মালদ্বীপে যাওয়ার পর এবার সেখান থেকে একের পর এক ছবি শেয়ার করছেন করিনা কাপুর খান৷ কখনও তৈমুর (Taimur Ali Khan) এবং জেহ-র (Jeh Ali Khan) সঙ্গে ছবি শেয়ার করছেন করিনা৷ আবার কখনও ছোট্ট জেহ-কে নিয়ে কাটাচ্ছেন সময়৷ কখনও নিজের ছবি শেয়ার করছেন করিনা৷ সবকিছু মিলিয়ে মালদ্বীপে যাওয়ার পর থেকে ফের নিজেদের মতো করে সময় কাটাতে শুরু করেছেন সইফ (Saif Ali Khan), করিনারা৷

আরও পড়ুন:  Salman Khan: বিমানবন্দরে সলমনের পথ আটকালেন সিআইএসএফ জওয়ান, ভাইরাল ভিডিয়ো

এদিকে সবে সবে মুক্তি পেয়েছে 'ভূত পুলিশের' ট্রেলার৷ যেখানে সইফ আলি খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অর্জুন কাপুর, ইয়ামি গৌতম, জ্যাকলিন ফার্নান্ডেজরা৷