মুম্বই, ২৮ জুন: বাবাকে হারিয়েছেন বছর ঘুরেছে৷ হঠাৎ করেই যেন বড় হয়ে গেলেন বাবিল৷ সোমবার সকালে এক আবেগঘন টুইটবার্তায় বাবিল (Babil) জানান, ফিল্মের কেরিয়ারে মনোনিবেশ করতে পড়াশোনা ছাড়ছেন তিনি৷ ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ ওয়েস্টমিনিস্টারে গ্রাজুয়েশন করছিলেন তিনি৷ বিষয় ফিল্ম স্টাডিজ৷ প্রতিভাবান অভিনেতা ইরফান খানের বড় ছেলে বাবিল অভিনয়কেই কেরিয়ার করতে চান৷ তাই পড়াশোনার পাট আপাতত চুকিয়ে কাজে মন দিতে মরিয়া বছর ২০-র এই যুবক৷ ইতিমধ্যেই অনভিতা দত্তের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে কাজও করেছেন তিনি নেটফ্লিক্সে মুক্তিও পেয়েছে বাবিল অভিনীত ‘কালা’ ছবিটি৷ সহ-অভিনেত্রীর ভূমিকায় ছিলেন বুলবুল খ্যাত স্টার৷ আরও পড়ুন-Delhi: লালকেল্লা কাণ্ডে অভিযুক্ত গুরজোত সিং গ্রেপ্তার
View this post on Instagram
শোনা যাচ্ছে ইতিমধ্যেই বড় ব্যানারে কাজের অফার পেয়েছেন ইরফান পুত্র৷ পরিচালক সুজিত সরকার ও প্রযোজক রনি লাহিড়ির সঙ্গে এনিয়ে একপ্রস্থ আলোচনাও হয়ে গেছে৷ পরিচালক প্রযোজকের তরফে বিষয়ি জানানো হলেও৷ বাবিলকে নিয়ে সুজিত-রনি ঠিক কী প্রজেক্টে কাজ করতে চলেছেন তা এখনও প্রচ্ছন্নেই৷ একের পর এক কাজ, এরমধ্যে সিরিয়াস ভাবে পড়াশোনা চালিয়ে যাওয়াটা বেশ মুশকিল৷ তাই আগেভাগেই প্রথাগত ছাত্রজীবন থেকে সরে আসার বার্তা দিলেন বাবিল খান৷ ইনস্টাগ্রামে কলেজের বন্ধুদের উদ্দেশ্যে লিখলেন খোলা চিঠি, “আমার সুন্দর বন্ধুরা, আমি তোমাদের খুব মিস করব৷ মুম্বইতে আমার গণ্ডী খুব ছোট, মাত্র ২-৩ জন বন্ধু রয়েছে৷ তোমাদের জন্য এক অপরিচিত ঠান্ডা জায়গাও আমার বাড়ি হয়ে উঠেছিলে৷ আমি যেন তোমাদেরই একজন এমন ভাবতে শুরু করেছিলাম৷”