Ayushmann Khurrana with Delhi Singer (Photo Credit: Instagram)

দিল্লি, ১ ডিসেম্বরঃ দিল্লির রাস্তায় দাঁড়িয়ে এক ভক্তের সঙ্গে গান গাইলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana)। অভিনেতার এই অমায়িক দৃশ্য প্রকাশ্যে আসতেই প্রশংসায় ভরিয়ে দিলেন ভক্তকুল।

দিল্লির এক যুবক, নাম শিবম রাস্তায় দাঁড়িয়ে গিটার বাজিয়ে গান গাইছিলেন। ‘ভিকি ডোনর’ (Vicky Donor) ছবির গান ‘পানি দা’ (Paani Da Rang)। তার গান শোনার জন্যে আশেপাশে জড়ো হয়েছিল কিছু দর্শক। এমনই সময়ে এসে হাজির হন অভিনেতা। শিবমের সঙ্গে ‘পানি দা’ গানে গলা মেলালেন আয়ুষ্মান। তারকাকে দেখে আরও লোক জড়ো হতে থাকে। ভিডিয়ো উঠতে থাকে। সেই ভিডিয়ো এখন সমাজ মাধ্যমে ভাইরাল। আসছে ‘সিঙ্ঘম’এর তৃতীয় ফ্রাঞ্চাইজি, রিপোর্ট প্রকাশ্যে আসতেই ভক্তমহলে হৈচৈ

দেখুনঃ

দেখুনঃ

এই পুরো ঘটনাটির সূত্রপাত সোশ্যাল মিডিয়াতে। শিবম তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো শেয়ার করে দুদিন আগে। যেখানে সে গিটার বাজিয়ে গাইছে ‘পানি দা’ গানটা। সঙ্গে আয়ুষ্মানকে ট্যাগ করে সে লেখে, ‘আমার সব থেকে প্রিয় গান এবং সব থেকে প্রিয় অভিনেতা’। শিবমের এই ভিডিয়ো চোখ এড়ায়নি অভিনেতার, ভক্তকে কথা দেন তার সঙ্গে অবশ্যই দেখা করবেন। কথা দিয়ে কথা রাখলেন আয়ুষ্মান।

এইমুহুর্তে আয়ুষ্মান তাঁর আসন্ন ছবি ‘অ্যান অ্যাকশন হিরো’র (An Action Hero) প্রচারের জন্যে দিল্লিতে রয়েছেন। তাই ভক্তকে যখন কথা দিয়েছেন সেই কথা রাখতে পৌঁছে গেলেন ভক্তের কাছে। গলা মিলিয়ে ভক্তের সঙ্গে গানও গাইলেন।