মুম্বই, ২১ অক্টোবর: মাদক মামলায় বুধবারও জামিন পাননি আরিয়ান খান (Aryan Khan)। বুধবার স্পেশাল এনডিপিএস কোর্টে (NDPS Court) আরিয়ান খানের জামিন বাতিলের পর বম্বে হাইকোর্টে আবেদন করা হয়। আগামী মঙ্গলবার অর্থাৎ ২৬ অক্টোবর বম্বে হাইকোর্টে আরিয়ান খানের মাদক মামলার শুানানি হবে।
বুধবার আরিয়ানের জামিন খারিজের পর আজ সকালে আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। ছেলের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকাল হতে না হতেই মু্ম্বইয়ের (Mumbai) আর্থার রোড জেলে দেখা যায় কিং খানকে (Shah Rukh Khan)। মাথায় পনিটেল, রোখে চোখ চশমা এঁটে, আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজির হন শাহরুখ খান।
আরও পড়ুন: Aryan Khan Drug Case: আরিয়ানকে নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শাহরুখ, গৌরীর, প্রকাশ্যে খবর
দেখুন শাহরুখ খানকে...
#WATCH Shah Rukh Khan leaves from Mumbai's Arthur Road Jail after a brief meeting with son Aryan pic.twitter.com/A9y2exXtn4
— ANI (@ANI) October 21, 2021
শাহরুখ যখন আর্থার রোড জেলে হাজির হন, সেই সময় পাপারাৎজির মধ্যে কার্যত ঠেলাঠেলি শুরু হয়ে যায়। প্রত্যেককে দেখে হাতজোড় করেন শাহরুখ খান। মুখে কোনও কথা না বললেও, চোখে নীচু করেই ক্যামেররা সামনে হাতজোড় করতে দেখা যায় শাহরুখকে।