Aryan Khan Drug Case: আরিয়ানকে নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ শাহরুখ, গৌরীর, প্রকাশ্যে খবর
ShahRukh, Gauri With Aryan Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ২১ অক্টোবর: আরিয়ানের জেল থেকে বেরনোর অপেক্ষা। তারপরই ছেলেকে সব সময় নিজেদের চোখের সামনে দেখতে চান শাহরুখ খান এবং গৌরী খান। জেল থেকে বেরনোর পর 'হাউস অ্যারেস্টে' আরিয়ানকে রাখতে চান শাহরুখ, গৌরী (Gauri Khan)। সেইভাবেই পরিকল্পনা করছেন বলিউডের 'পাওয়ার কাপল'। এমনই খবর প্রকাশ্যে এসেছে শাহরুখ, গৌরীর কাছের বন্ধুর তরফে।

আরিয়ানের (Aryan Khan) জেল মুক্তির পর ছেলের 'লেট নাইট পার্টি', বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া বা অন্য কিছু, কোনও কিছুই বরদাস্ত করবেন না শহরুখ (Shah Rukh Khan), গৌরী। আরিয়ান জেল থেকে বেরনোর পর ছেলের জীবনে যাতে কোনও অনভিপ্রেত ঘটনা না ঘটে, সে বিষয়ে তৎপর কিং খান।

আরও পড়ুন:  Aryan Khan Drug Case: আরিয়ানের সঙ্গে নবাগতা অভিনেত্রীর 'ড্রাগ চ্যাট', আদালতে নথি জমা এনসিবির

এদিকে বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের (Mumbai) আর্থার রোড জেলে হাজির হন শাহরুখ খান। আরিয়ানের সঙ্গে দেখা করতেই আজ সকালে আর্থার রোড জেলে হাজির হন কিং খান। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।