Aryan Khan Drug Case: আরিয়ান মামলায় যত সমালোচনা হচ্ছে, তত মনের জোর বাড়ছে, দাবি এনসিবির
Aryan Khan, Shah Rukh Khan's Son (Photo Credit: Instagram)

মুম্বই, ১৮ অক্টোবর: যত বেশি সমালোচনা হচ্ছে, তত বাড়ছে তাদের মনের জোর। আরিয়ান খান মাদক মামলায় এবার এমনই মন্তব্য করল এনসিবি (NCB)। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে বলা হয়, তাদের নিয়ে যত বেশি সমালোচনা হচ্ছে, তত বাড়ছে তাদের মনের জোর। মাদকমুক্ত (Drug) দেশ গড়়াই তাদের একমাত্র লক্ষ্য। তাদের কাজ নিয়ে যখন জোরদার সমালোচনা হচ্ছে, সেই সময় প্রায় ১ কোটির মাদক তারা উদ্ধার করেছে বলে দাবি করা হয় এবসিবির  তরফে।

শাহরুখ পুত্রের (Shah Rukh Khan Son) গ্রেফতারির পর এনসিবির বিরুদ্ধে বিষোদগার করতে দেখা যায় এনসিপি (NCP) সাংসদ নবাব মালিককে (Nawab Malik)। মাদক মামলায় আরিয়ানের গ্রেফতারি 'জালিয়াতি' বলে কটাক্ষ করেন নবাব মালিক। এমনকী, আরিয়ানের সঙ্গে যাঁদের গ্রেফতার করা হয়, তার মধ্যে বিজেপি নেতার শ্যালকও ছিলেন। ৩ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে তাঁদের গ্রেফতারির পর কেন ৩ জন বিজেপি ঘনিষ্ঠকে ছেড়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তোলেন নবাব মালিক।

আরও পড়ুন: West Bengal Weather: দক্ষিণে নিম্নচাপ, ঘূর্ণাবর্ত, পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টি, জারি কমলা, হলুদ সতর্কতা

মহারাষ্ট্রের (Maharashtra) সংখ্যালঘু মন্ত্রীর ওই দাবির পর জোর জল্পনা শুরু হয়ে যায়। বিজেপি নেতাদের সঙ্গে এনসিবির যোগসূত্র রয়েছে বলেও অভিযোগ করেন নবাব মালিক।