মুম্বই, ৬ অক্টোবর: শাহরুখ (Shah Rukh Khan) পুত্র আরিয়ানের (Aryan Khan) গ্রেফতারি নিয়ে গোটা দেশ জুড়ে চাঞ্চল্য শুরু হয়েছে৷ আরিয়ান খান কি আগামীকাল অর্থাৎ ৭ অক্টোবর জামিন পাবেন? এমন প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে৷ আরিয়ানেরক গ্রেফতারির প্রসঙ্গে যেন ঘৃতাহুতি দিলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক৷
মহারাষ্ট্রের এই মন্ত্রী আরিয়ানের খানের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন৷ নবাব মালিক দাবি করেন, আরিয়ান খানের গ্রেফতারি জালিয়াতি৷ বেশ কয়েক মাস ধরে মুম্বইয়ের ক্রাইম রিপোর্টারদের মধ্যে একটি বিষয় নিয়ে জোর আলোচনা শুরু হয়৷ যেখানে বার বার বলা হয়, এনসিবির পরের নিশানা হয়ত শাহরুখ খান৷ অর্থাৎ পরিকল্পনা করেই শাহরুখ তনয়কে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন নবাব মালিক (Nawab Malik)৷
আরও পড়ুন: Aryan Khan Drug Case: এনসিবি হেফাজতে কী খাচ্ছেন শাহরুখ তনয় আরিয়ান খান, দেখুন
এদিকে মঙ্গলবার এনসিবি (NCB) অফিসার সমীর ওয়াংখেড়ে দাবি করেন, তাঁরা কেনওভাবেই বলিউড (Bollywood) কিংবা বি টাউনের কোনও তারকাকে নিশানা করছেন না৷ মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে গত ১০ মাসে তাঁরা প্রায় ৩০০ জনকে গ্রেফতার করেছেন বলেও দাবি করেন সমীর ওয়াংখেড়ে৷ এনসিবি অফিসারের ওই দাবির পর এবার পালটা দাবি করলেন মহারাষ্ট্রের মন্ত্রী৷
কংগ্রেস নেতা শশী থারুরও আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে মুখ খোলেন৷ মাদক চক্রে আরিয়ানের গ্রেফতারি হুইচ হান্টিং বলে কটাক্ষ করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷