Arjun Kapoor, Malaika Arora (Photo Credit: Instagram)

মুম্বই, ১ জুন: গত বছর নভেম্বরে গুঞ্জন ছড়ায়, মালাইকা অরোরা নাকি অন্তঃসত্ত্বা। যে খবর প্রকাশ্যে আসতেই মুখ খোলেন অর্জুন কাপুর। তিনি ওই খবরকে পুরোপুরি ভুয়ো বলে উড়িয়ে দেন। এমনকী যে সংবাদ সংস্থার তরফে মালাইকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করা হয়, তাদেরও নিন্দা করেন অর্জুন। গত বছর নভেম্বরের ওই ঘটনা নিয়ে সম্প্রতি ফের মুখ খোলেন অভিনেতা।

অর্জুন কাপুর বলেন, মালাইকা অন্তঃসত্ত্বা বলে যে খবর রটানোহয়, তার তাঁদের জীবনের উপর প্রভাব ফেলে। তাঁরা অভিনেতা ফলে তাঁদের জীবনের বেশিরভাগ অংশই খোলা খাতার মত। যেটুকু অংশ ব্যক্তিগত, তা জানার চেষ্টায় গুজব না ছড়িয়ে, তাঁদের সরাসরি জিজ্ঞাসা করুন। ধারনার বশবর্তী হয়ে কোনও খবর যাতে প্রকাশ করা না হয়, সে বিষয়ে মত প্রকাশ করেন বলিউড অভিনেতা।