বাগদত্তা রিয়াসদীন শাইক মহম্মদকে (Riyasdeen Shaik Mohamed) বিয়ে করলেন সংগীত পরিচালক এ আর রহমানের (AR Rahman) মেয়ে খাতিজা রহমান (Khatija Rahman)। শাহক পেশায় অডিও ইঞ্জিনিয়র। গ্র্যামি পুরষ্কার বিজয়ী সুরকার তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে খাতিজা এবং রিয়াসদিনের বিয়ের একটি ছবি শেয়ার করেছেন। ক্য়াপশনে তিনি লিখেছেন, "সর্বশক্তিমান এই দম্পতিকে আশীর্বাদ করুন। শুভকামনা এবং ভালবাসার জন্য আপনাদের অগ্রিম ধন্যবাদ।" বিয়ের অনুষ্ঠানের পারিবারিক ছবিতে এ আর রহমানের প্রয়াত মায়ের একটি প্রতিকৃতিও রাখা হয়েছে।
খাতিজা তাঁর বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন এবং তিনি লিখেছেন, "আমার জীবনের সবচেয়ে প্রতীক্ষিত দিন। আমার পুরুষ রিয়াসদীনের সঙ্গে বিয়ে।" আরও পড়ুন: Ayushmann Khurrana's 'Anek': আয়ুষ্মান খুরানার 'অনেক'-এর ট্রেলারে মিলল হিন্দি বিতর্কের আঁচ
View this post on Instagram
View this post on InstagramKhatija Rahman
গত বছরের ডিসেম্বরে খাতিজা ও রিয়াসদীনের বাগদান হয়। ২৯ ডিসেম্বর পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং প্রিয়জনদের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়েছিল।