মুম্বই, ৮ জুলাইঃ সুদীর্ঘ চলচ্চিত্র কেরিয়ারের ৫৩৮ নম্বর চলচ্চিত্রের ঘোষণা করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher)। আর এই ছবি তাঁর জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। তাঁর কারণও তিনি অনুরাগীদের জানালেন তিনি। ৫৩৮ নম্বর ছবিতে অভিনেতা পর্দায় হয়ে উঠতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)। বিশ্বকবির চরিত্র রূপোলী পর্দায় দর্শাতে চলেছেন অনুপম খের। জীবনে এমন কিছু মুহূর্ত বা ঘটনা থেকে থাকে যাকে আমরা 'লারজার দ্যান লাইফ' বলে অভিহিত করি। অভিনেতা অনুপম খেরের কাছেও নোবেলজয়ী রবীন্দ্রনাথের চরিত্র পর্দায় ফুটিয়ে তোলাটা খানিক সেরকমই (Anupam Kher to Play Rabindranath Tagore)। ছবির ঘোষণা করে শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে অভিনেতা শেয়ার করেছেন রবীন্দ্রনাথ রূপে তাঁর প্রথম ঝলক।
আরও পড়ুনঃ আলিয়াকে ছাড়া উদযাপন ফিকে, ৬৫ বছরের জন্মদিনে বৌমাকে ‘মিস’ করছেন নীতু কাপুর
বড় পর্দায় এমন এক বৃহৎ মাপের চরিত্র ফুটিয়ে তুলতে পারাকে নিজের সৌভাগ্য হিসাবেই বর্ণনা করছেন অভিনেতা (Anupam Kher as Rabindranath Tagore)। ঝলক শেয়ার করে অনুপম খের লিখেছেন, 'আমার ৫৩৮ নম্বর ছবিতে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে চিত্রিত করতে পেরে আমি ভীষণই আনন্দিত। এটা আমার সৌভাগ্য যে আমি গুরুদেবকে পর্দায় রূপ দেওয়ার সুযোগ পেয়েছি'। এর পাশাপাশি অভিনেতাও এও জানিয়েছেন ছবির বিষয়ে যাবতীয় তথ্য খুব শীঘ্রই দর্শকদের সঙ্গে ভাগ করে নেবেন তিনি।
রবীন্দ্রনাথ রূপে অনুপম খের...
View this post on Instagram
অনুপম খেরকে পর্দায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের (Anupam Kher as Rabindranath Tagore) রূপে দেখে বেশ উচ্ছ্বসিত দর্শকমহল। প্রশংসাও কুড়িয়েছেন অভিনেতা। পোস্টের নীচে মুহুর্মুহু কমেন্ট করে ভাসিয়েছেন নেটিজেন। কেউ লিখেছেন, 'একেবারে অবিকল রবীন্দ্রনাথ ঠাকুর লাগছে'। কেউ লিখেছেন, 'ছবির জন্যে অপেক্ষা করতে পারছি না'। আবার কেউ বলেছেন, 'আমি তো বুঝতেই পারিনি এটা আপনি। আমি ভেবেছিলাম এটা একটা ছবি'। তো আবার কেউ বাংলা হরফেই লিখেছেন, 'বাহ, বেশ ভাল লাগছে আপনাকে'।