মুম্বই, ৯ মার্চঃ শোকের আঁধার বলিউড ইন্ডাস্ট্রিতে। সতীশ কৌশিকের অচমকা প্রয়াণ যেন মেনে নিতে পারছেন না কোন তারকাই (Satish Kaushik Dies)। ৬৬ বছর বয়সে হৃদরোগ প্রাণ কাড়ল অভিনেতা তথা চলচ্চিত্র নির্মাতার। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সতীশ কৌশিক।
বৃহস্পতিবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। শেষবারের মত প্রয়াত অভিনেতাকে (Satish Kaushik Dies) দেখতে তাঁর বাড়িতে ভিড় করেছেন আত্মীয় পরিজন থেকে শুরু করে ইন্ডাস্ট্রির বন্ধুরা। সতীশ কৌশিকের শেষযাত্রায় (Satish Kaushik Last Rites) তাঁকে বিদায় জানাতে পৌঁছে গিয়েছেন ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ বন্ধুরা। অনুপম খের (Anupam Kher), জাভেদ আখতার (Javed Akhtar), রাজ বব্বর (Raj Babbar) প্রমুখরা।
সতীশ কৌশিকের শেষযাত্রায় বিদায় অনুপম খের, জাভেদ আখতার, রাজ বব্বরদের...
View this post on Instagram
জানা গিয়েছে, বুধবার অভিনেতা গুরুগ্রামে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। মাঝ পথে গাড়িতে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চালককে গাড়ি ঘুরিয়ে তিনি হাসপাতালে নিয়ে যেতে বলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ। গাড়িতেই হৃদরোগে মৃত্যু হয়েছে অভিনেতা সতীশ কৌশিকের (Satish Kaushik Dies)। বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত অভিনেতার।