Anil Kapoor: অনিল কাপুর কি 'সাপের রক্ত' পান করেন? সমালোচনার মুখে পড়ে কী বললেন অভিনেতা
Anil Kapoor (Photo Credit: Anil Kapoor/ Instagram)

মুম্বই, ১৫৬ সেপ্টেম্বর: অনিল কাপুর (Anil Kapoor) কি নিজের সঙ্গে প্লাস্টিক সার্জেন নিয়ে ঘোরেন?  অনিল কি সাপের রক্ত পান করে নিজেকে তরুণ রাখেন? সম্প্রতি একটি টক শোয়ে হাজির হয়ে এমনই সব প্রশ্নের মুখে পড়তে হয় অনিল কাপুরকে৷ যার উত্তর এবার বেশ মজা করেই দেন বলিউডের এই প্রথম সারির অভিনেতা (Actor)৷

সম্প্রতি আরবাজ খানের (Arbaaz Khan) টক শোয়ে হাজির হন অনিল কাপুর৷ সেখানে হাজির হয়ে সমালোচকদের একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে৷ কেউ অনিলকে প্রশ্ন করেন, তিনি কি সাপের রক্ত খান? কেউ আবার প্রশ্ন করেন, নিজেকে চিরতরুণ রাখতে অনিল কাপুর কি প্লাস্টিক সার্জেন সঙ্গে নিয়ে ঘোরেন? এমন সব প্রশ্নের উত্তরে প্রথমে হেসে ফেলেন অনিল কাপুর৷

আরও পড়ুন: Taliban: হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে তুমুল বিবাদ, কাবুলের পর কন্দহর ছাড়লেন মোল্লা বরাদর? জল্পনা

এরপর তিনি বলেন, প্রত্যেকের আশীর্বাদ এবং ভালবাসায় তিনি নিজেকে এমনভাবে গুছিয়ে রাখতে পেরেছেন৷ তিনি যেন এভাবেই সারা জীবন থাকতে পারেন, সেই আশীর্বাদ যাতে প্রত্যেকে করেন, এমন আবেদনও জানান অভিনেতা৷