Ananya Panday, Aryan Khan, Suhana Khan (Photo Credits: Facebook, Instagram)

মুম্বই, ১৩ ফেব্রুয়ারিঃ মুম্বইয়ের পার্টিতে আবরও একসঙ্গে ক্যামেরাবন্দি আরিয়ান এবং অনন্যা (Ananya and Aryan)। তবে বরাবরের মত এবারও নায়িকাকে পাত্তা দিলেন না শাহরুখ তনয় (Aryan Khan)। অনন্যাকে (Ananya Panday) দেখে মুখ ঘুরিয়ে নিলেন আরিয়ান। রবিবার সন্ধ্যায় মুম্বইয়ের একটি ইভেন্টে বহু তারকা এবং তারকা সন্তানের দেখা মিলেছে।

আরও পড়ুনঃ দেবীর ৩ মাস, মেয়েকে বুকে আগলে আদুরমাখা ছবি শেয়ার বিপাশার, দেখুন

ইভেন্টে পৌঁছে গিয়েছিলেন শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এবং মেয়ে সুহানা খান। কাজল কন্যা নাইসা দেবগণ (Nysa Devgan), ক্যাটরিনা কাইফের (Katrina Kaif) বোন ইসাবেলা কাইফ (Isabelle Kaif), শ্বেতা তিওয়ারির কন্যা পালক তিওয়ারি (Palak Tiwari), অনন্যা পাণ্ডে প্রমুখরা। একই পার্টিতে আরিয়ান-অনন্যা উপস্থিত থাকলেও দুজন দুজনকে জাষ্ট পাত্তা দিলেন না।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

ছেলেবেলার বন্ধু সুহানার হাত ধরে পার্টি থেকে বের হতে দেখা গিয়েছে অনন্যাকে (Ananya Panday)। বাইরেই ছিলেন আরিয়ান। কিন্তু একে অপরের দিকে ফিরেও তাকালেন না আরিয়ান এবং অনন্যা (Ananya amd Aryan)। সুহানার (Suhana Khan) পরনে ছিল সাদা বডিকন অফ শোল্ডার ড্রেস। অন্যদিকে আরিয়ান এবং অনন্যার পোশাকে ছিল বেজায় সাযুজ্য। দুজনের পরনেই কালো পোশাক। পার্টিতে কালো শাড়িতে দেখা গিয়েছে নায়িকাকে। সঙ্গে সরু স্লিভের ব্লাউজ। আরিয়ান ছিলেন কালো প্যান্ট এবং কালো জ্যাকেটে।