Amitabh Bachchan (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ জানুয়ারি:  অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) বাড়ির এক কর্মী করোনা পজিটিভ। বিগ বি-র জলসার বাড়িতে করোনায় আক্রান্ত এক কর্মী। ইন্ডিয়া টুডের তরফে এমনই একটি খবর প্রকাশ করা হয়েছে। অমিতাভ বচ্চনের জলসায় যে ৩১ জন কর্মী রয়েছেন, তার মধ্যে কোভিড পজিটিভ একজন। বাকি ৩০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এমন খবর প্রকাশ্যে আসার পর ফের চাঞ্চল্য ছড়াতে শুরু করেছে।

২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় আক্রান্ত হন অমিতাভ বচ্চন। ওই সময় বিগ বি-র অবস্থা দ্রুত পরিবর্তিত হতে শুরু করায়, তাঁকে নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় অমিতাভ বচ্চনের পাশাপাশি অভিষেক বচ্চন এবং আশ্বর্য রাই বচ্চনও করোনায় আক্রান্ত হন। বিগ বি-র নাতনি আরাধ্যাও ভর্তি হয় হাসপাতালে। তবে চিকিৎসার পর প্রত্যেকে সুস্থ হয়ে ওঠেন।

আরও পড়ুন:  COVID 19 In Delhi: বুধবার আক্রান্ত ১০ হাজার, দিল্লিতে করোনার তৃতীয় ঢেউয়ের থাবার আশঙ্কা

বিগ বি-র বাড়ির এক কর্মী করোনা পিজিটিভ হলেও, মেগাস্টার কিংবা তাঁর পরিবারের প্রত্যেকে সুস্থ রয়েছেন বলেই খবর।