প্রিয়াঙ্কা চোপড়াকে (Priyanka Chopra) আক্রমণ করে ট্রোলের মুখে আমেরিকার টিকটকার। সম্প্রতি আমেরিকার টিকটকার প্রিয়াঙ্কা চোপড়াকে 'ফরেন বর্ন বি লিস্টার অ্যাকট্রেস' বলে কটাক্ষ করেন। নিক জোনাস (Nick Jonas) এবং প্রিয়াঙ্কা চোপড়াকে 'ফরেন বর্ন বি লিস্টার অ্যাকট্রেস' এবং তাঁর স্বামী বলে কটাক্ষ করেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। যে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা নিয়ে টিকটকারকে চরম ট্রোলের মুখে পড়তে হয়।