
বিয়ের সাজে 'রাজকন্যা' আলিয়া ভাট (Alia Bhatt)! তবে কী চুপি চুপি রণবীর কাপুরের (Ranbir Kapoor) সঙ্গে বিয়েটা সেরে ফেললেন আলিয়া? বিটাউনের এই সেলেব জুটি সাত পাকে বাঁধা পড়বেন কবে, তা নিয়ে অধীর আগ্রহে অপেক্ষায় আলিয়া রণবীরের ফ্যানেরা। তবে রিয়েল লাইফে কবে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন, সেই প্রশ্নের উত্তর এখনও অধরা থেকে গেলেও বিয়ের সাজে দেখা গেল আলিয়া ভাটকে। হাতে মেহেন্দি পরে একেবারে বউ সাজে আলিয়ার ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
ছবিটি পোস্ট করেছেন খ্যাতনামা মেহেন্দি শিল্পী ভীনা নাগড়া। যদিও তিনি পরে নিজের প্রোফাইল থেকে ছবিটি ডিলিট করে দেন। তবে ছবিটি ভাইরাল হতে সময় লাগেনি বেশি। পরে ছবিটি পোস্ট করা হয় আলিয়া ভাটের ফ্যান পেজে। সেখানেও সমানভাবে ভাইরাল হয় ছবিটি। প্যাস্টেল গোলাপি রঙের লেহেঙ্গায় দুর্দান্ত লাগছে আলিয়াকে। তবে পোশাকের সঙ্গে চুলের ডিজাইন আর গয়না- আলিয়া ভাটকে যেন আরও অপরূপা করে তুলেছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর স্বভাবতই প্রশ্ন উঠেছে রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে কবে এভাবে সাজতে চলেছেন আলিয়া ভাট!
একটি বিজ্ঞাপনে অভিনয়ের জন্য এভাবে সেজেছেন আলিয়া ভাট।