মুম্বই, ১৮ মার্চঃ বিয়ের অনুষ্ঠানের জন্যে সাদা নকশা করা ল্যাহেঙ্গা বেছে নিয়েছিলেন আলানা পাণ্ডে (Alanna Panday Wedding Picture)। যার বিয়ে নিয়ে বেশ চর্চা চলছে নেটমহলে। অভিনেত্রী অনন্যা পাণ্ডের (Ananya Panday) দিদির বিয়েতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রির বহু তারকা থেকে শুরু করে তারকা সন্তানও। বৃহস্পতিবার ১৬ মার্চ সাতপাক বেঁধেছেন আলানা এবং ইভর।
আলানা এবং ইভরের বিয়ের ছবি...
View this post on Instagram
বিয়ের অনুষ্ঠানের ছবি অনুগামীদের সঙ্গে শেয়ার করলেন আলানা (Alanna Panday Wedding)। সাদা নকশা কাটা ল্যাহেঙ্গা এবং শেরওয়ানিতে বিয়ের দিন সেজে উঠেছিলেন নবদম্পতির। আলানা এবং ইভর ম্যাকক্যারির বিয়ের ছবি দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারুর। ছবি দেখে স্পষ্ট যে, তাঁদের বিয়ের অনুষ্ঠানের থিম ছিল সাদা। বিয়ের আসর থেকে শুরু করে নবদম্পতির পোশাক সমস্ত কিছুই ছিল সাদায় মোড়া। বিয়ের পর বরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি শেয়ার করেছেন নতুন কনে।
রূপকথার বিয়ের ছবি শেয়ার করে আলানা (Alanna Panday Wedding Picture) লিখেছেন, এ যেন এক রূপকথা। তোমার প্রতি আমার ভালোবাসা বিশ্বের সমস্ত কিছুকে ছাপিয়ে গিয়েছে। তোমার সঙ্গে নিজের পরিবার গড়তে ব্যকুল আমি’। আলানার বিয়ের ছবিতে ভালোবাসা এবং প্রশংসার বন্যা বইয়েছে নেটবাসী।
মালদ্বীপের সমুদ্র সৈকতে...
View this post on Instagram
২০২১ সালে প্রেমিক ইভর ম্যাকক্যারির সঙ্গে বাগদান সেরেছিলেন আলানা। মালদ্বীপের উন্মুক্ত সমুদ্র সৈকতে প্রেমিকাকে আংটি দিয়ে বিয়ের জন্যে প্রস্তাব দিয়েছিলেন ইভর। অবশেষ ২০২৩ সালে সাতপাকে বাঁধা পড়লেন আলানা এবং ইভর।