OMG 2 (Photo Credits: Twitter)

মুম্বই, ১৬ মার্চঃ বক্স অফিসে একের পর এক ফ্লপ ছবি অক্ষয় কুমারের (Akshay Kumar)। ২০২২ সালে অক্ষয় কুমারের চারটি ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। প্রত্যেকটি ছবিই একেবারে মুখ থুবড়ে পড়েছে। হল ফাঁকা। প্রেক্ষাগৃহে মাছি উড়েছে। বিক্রি হয়নি বচ্চন পাণ্ডে (Bachchhan Paandey), সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj), রক্ষাবন্ধন (Raksha Bandhan), রামসেতুর (Ran Setu) টিকিট। নতুন বছরে মুক্তি পেল ‘সেলফি’ (Selfiee)। ইমরান হাশমির সঙ্গে ‘সেলফি’ও অক্ষয়ের ভরাডুবি বাঁচাতে পারল না।

আরও পড়ুনঃ আলানা পাণ্ডের গায়ে হলুদের ছবি চোখ জুড়বে আপনার, দেখুন

বলিউডে অক্ষয় কুমার একমাত্র অভিনেতা, বছরে যার ৩-৪ টি ছবি মুক্তি পায়। সারা বছরই শুটিংয়ে ব্যস্ত থাকেন খিলাড়ী। ছবি হোক, বিজ্ঞাপন হোক, কিংবা ব্র্যান্ড প্রোমোশন কাজের বাইরে শরীর চর্চা ছাড়া অন্য কোন দিকেই মন নেই তাঁর। কিন্তু এত পরিশ্রমের পরেও বক্সে অফিসে মন্দার দশা চলছে আক্কির। তাঁর কোন ছবিই দর্শকের মন জয় করতে পারছে না।

বলিউড বক্স অফিসের অক্ষয় কুমারের এমন বেহাল দশা দেখে পরিচালকরা অভিনেতার আগামী ছবি প্রেক্ষাগৃহে মুক্তি নিয়ে সংশয় প্রকাশ করছেন। কোটি কোটি টাকা খরচ করে ছবি তৈরি করার পর যখন সেই ছবি থেকে লাভের অঙ্ক তো দূর হস্ত, খরচের ভরপাই টুকুও যদি না উঠল তাহলে প্রযোজকরা শুধু শুধু জলে কেন টাকা ঢালবেন।

অভিনেতার আসন্ন ছবি ওএমজি টুর (OMG 2) মুক্তি নিয়ে দ্বিধায় রয়েছেন নির্মাতারা। মুম্বইয়ের একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, ছবির প্রেক্ষাগৃহ মুক্তি চাইছেন না নির্মাতারা। সরাসরি ওটিটি মঞ্চেই প্রিমিয়ার করার কথা ভাবনাচিন্তা করছেন তাঁরা। ওএমজি টুর (Oh My God 2) মুক্তি জন্যে ওটিটি মঞ্চ হিসাবে জিও সিনেমা (Jio Cinema) কিংবা ভুটকে (Voot) বেছে নিয়ে পারেন নির্মাতারা।