অযোধ্যা, ২৯ অক্টোবরঃ উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) চারপাশে অজস্র হনুমানের বাস। দীপাবলি (Diwali 2024) উপলক্ষ্যে অযোধ্যার হুনুমানদের (Ayodhya Monkey) জন্যে বিশেষ উপহারের ব্যবস্থা করলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রতিদিন ১,২০০টিরও বেশি হনুমানকে খাওয়ানোর উদ্যোগ নিয়েছেন আক্ষি।
চলতি বছরের জানিয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের (Ayodhya Ram Mandir) উদ্বোধন হয়েছে। সেই থেকে নিত্য দিন সেখানে লক্ষাধিক ভক্তের সমাগম হচ্ছে। ধীরে ধীরে তীর্থস্থানে বেড়েছে হনুমানের সংখ্যা। তীর্থযাত্রীদের কোনরকম অসুবিধা না করে রাম জন্মভূমি অযোধ্যার উপকণ্ঠে প্রতিদিন হাজারেরও বেশি সংখ্যক হনুমানকে খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করেছেন অভিনেতা।
বলি তারকার এই অভনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শ্রীধাম রামবর্ণাশ্রম অযোধ্যার পীঠদিশ্বর স্বামী রাঘবাচার্য। তাঁর কথায়, 'প্রভু শ্রী রামের আশীর্বাদ পাওয়ার পথ হল প্রভুর ভক্তদের সেবা করা। প্রভু খুশি হন যখন তিনি তাঁর ভক্তদের সেবা করতে দেখেন। প্রভুর সবচেয়ে বড় ভক্ত, শ্রী হনুমানের বানর সেনা। তাই এইভাবে বানর সেবা আদতে প্রভুরই সেবা। এই উদ্যোগে আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এসেছে অক্ষয় কুমার। তাঁর প্রতি আমাদের অনেক আশীর্বাদ এবং শুভেচ্ছা রইল।
অযোধ্যার বানরদের জন্যে দিওয়ালির উপহার...
Superstar #AkshayKumar to feed Shri Ram's monkeys in Ayodhya
In Tulsidas's timeless epic, Ramcharitmanas, Lord Ram expresses his eternal gratitude to Hanuman, saying, "I am forever indebted to you for your selfless service - सुनु सुत तोहि उरिन मैं नाहीं”
While Lord Ram's debt… pic.twitter.com/TKpRzlyMQa
— FilmiFever (@FilmiFever) October 29, 2024
এই উদ্যোগের অংশ হিসাবে শহরের পরিচ্ছন্নতার দিকটির পাশাপাশি, হনুমানদের স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার খাওয়ানোর দিকেও বিশেষভাবে খেয়াল রাখা হবে। অভিনেতা তাঁর বাবা-মা এবং শ্বশুর রাজেশ খান্নার নামে অযোধ্যায় বানরদের খাওয়াওর জন্যে একটি ফিডিং ভ্যানের ব্যবস্থা করেছেন।