Aishwarya, Abhishek dance with daughter Aaradhya at a wedding (Photo Credits: Instagram)

মুম্বই, ১৮ মেঃ  আগেই তাঁদের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে ইতি পড়েছে। আলাদা হচ্ছে না ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan) এবং অভিষেক বচ্চনের (Abhishek Bachchan) পথ। বিচ্ছেদের খবর কেবলই গুঞ্জন মাত্র। শনিবার রাতে তারকা দম্পতিকে দেখা গেল একটি বিয়ে বাড়িতে। মেয়ে আরাধ্যার (Aaradhya) সঙ্গে নিয়ে জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বিয়ে বাড়ির অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন ঐশ্বর্য এবং অভিষেক (Aishwarya and Abhishek)।

অনুষ্ঠানে গায়ক রাহুল বৈদ্য (Rahul Vaidya) লাইভ পারফর্ম করেছেন। আর সেই গানের তালে তালে কোমর দোলাতে দেখা গিয়েছে ঐশ্বর্য, অভিষেক এবং আরাধ্যাকে। পরিবারের আনন্দঘন মুহূর্ত নেটপাড়ায় হু হু করে ভাইরতাল হয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠানে বাবা-মা এবং মেয়েকে একই রঙের মানানসই পোশাকে দেখা গিয়েছে। বিয়ে বাড়ির অনুষ্ঠান বেশ উপভোগ করছেন তাঁরা।

বিয়ে বাড়িতে গানের তালে নাচ ঐশ্বর্য-অভিষেকেরঃ

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত মাসেই অভিনেত্রীর তুতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানেও মেয়ে আরাধ্যা এবং স্বামী অভিষেককে নিয়ে পৌঁছে গিয়েছিলেন। পুনের সেই বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকেও তারকা দম্পতির ভিডিও ছড়িয়েছিল। তা ঐশ্বর্য এবং অভিষেকের বিবাহবিচ্ছেদের গুঞ্জনে ইতি টেনেছিল পাকাপাকি ভাবে।