Salman Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ২১ মার্চ: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই ফের নতুন করে হুমকি দেওয়ার পর সলমন খানের (Salman Khan) বাড়ির চারপাশে ঘেঁষতে দেওয়া হচ্ছে না অনুরাগীদের। সলমন খানের বাড়ির চারপাশে অভিনেতার কোনও অনুরাগী ভিড় জমাতে পারবেন না বলে স্পষ্ট জানানো হয়েছে। লরেন্স বিষ্ণোইয়ের হুমকির পর সলমন খানের বাড়ির চারপাশে মুম্বই পুলিশের তরফে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। কোনওভাবে সলমনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, তার জন্যই কড়া নিরাপত্তায় মোড়া মুম্বইয়ের ব্যান্দ্রায় সলমনের গ্যালাক্সি। এর আগে সলমন খানকে ওয়াই প্লাস নিরাপত্তা দেওয়া হয়। সেই সঙ্গে রয়েছেন সলমন খানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শেরা। দিন থেকে রাত, সব সময়ই সলমনের পাশে থাকছেন তাঁর বিশ্বস্ত নিরাপত্তা রক্ষী শেরা।

আরও পড়ুন: Salman Khan: সলমন খানকে হুমকি, নিরাপত্তার ঘেরাটোপে অভিনেতার বাড়ি

গত শনিবার সলমন খানকে ইমেলের মাধ্যমে হুমকি দেওয়া হয়। এরপরই মুম্বই পুলিশের তরফে দায়ের করা হয় এফআইআর।