Ranbir Kapoor-Shraddha Kapoor: গেমিং অ্যাপের ফাঁদ, রণবীরের পর শ্রদ্ধা কাপুরকে সমন ED-র
Ranbir Kapoor, Shraddha Kapoor (Photo Credit: Instagram)

মুম্বই, ৬ অক্টোবর: রণবীর কাপুরের পর এবার শ্রদ্ধা কাপুরকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মহাদেব অ্যাপ নামে একটি গেমিং অ্যাপের জেরে এবার বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে সমন পাঠানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। যদিও শ্রদ্ধা কাপুর কবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হবেন, সে বিষয়ে এখনও জানা যায়নি।  তবে রণবীর কাপুর ইডির কাছে সময় চেয়ে নিয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, ইডির অফিসে হাজির হওয়ার জন্য রণবীর কাপুর ২ সপ্তাহ সময় চেয়ে নিয়েছেন।

রণবীর কাপুর এবং শ্রদ্ধা কাপুরের পাশাপাশি কপিল শর্মা, হুমা কুরেশি এবং হিনা খানকেও মহাদেব গেমিং অ্যাপের জেরে সমন পাঠানো হয়েছে বলে খবর। সূত্রের খবর, বৃহস্পতিবার কপিল শর্মা, হুমা কুরেশি এবং হিনা খানকে ইডির তরফে সমন পাঠানো হয়েছে।  কপিল শর্মা, হুমা কুরেশি এবং হিনা খানও এক সপ্তাহ সময় চেয়েছেন বলে জানা যাচ্ছে। মহাদেব গেমিং অ্যাপের মাধ্যমে তারকারা কত টাকা পেয়েছেন এবং কী কাজ করতেন, সেসব বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর। জানা যায়, মহাদেব গেমিং অ্যাপের একাধিক বিজ্ঞাপন রণবীর কাপুর করেছেন এবং সেখান থেকে পারিশ্রমিক নিয়েছেন।  সবকিছু মিলিয়ে এসব বিষয়েই কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা জিজ্ঞাসাবাদ করবেন বলে খবর।