মুম্বই, ১১ এপ্রিল: আরিয়া থ্রি-র (Aarya 3) শ্যুটিংয়ের জন্য রাজস্থানের জয়পুরে হাজির হওয়ার পরপরই সুস্মিতা সেন (Sushmita Sen) হৃদরোগে আক্রান্ত হন। তবে শ্যুটিংয়ের সময় সুস্মিতা বুঝতেই পারেননি যে তিনি হৃদরোগে আক্রান্ত। অভিনেত্রী পরে বিষয়টি জানতে এবং বুঝতে পারেন। এমনই জানান সুস্মিতা সেনের আরিয়া-র সহঅভিনেতা বিকাশ কুমার অর্থাৎ পর্দার এসিপি খান। গত ২ মার্চ সুস্মিতা সেন জানান, তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। হৃদরোগে আক্রান্ত হওয়ার পরই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে বলে বাঙালি কন্যা জানান। তবে তিনি বর্তমানে সুস্থ এবং চিকিৎসকের কথা মত চলছেন বলেও অনুরাগীদের জানান সুস্মিতা সেন।
চিকিৎসকের পরামর্শ মত তিনি ফের জিমে হাজির হয়েছেন শরীর চর্চাও শুরু করেছ বলে জানান পর্দার আরিয়া। এমনকী, ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্য সম্প্রতি ফের তিনি জয়পুরে পাড়ি দেন বলে অভিনেত্রী নিজের সোশ্যাল হ্যান্ডেলেই সে বিষয়ে জানান অনুরাগীদের।