রাইপুর, ১৬ ফেব্রুয়ারি: ছত্তিশগড়ের ভিলাইতে অনুষ্ঠান চলাকালীন এক যুবকের ফোন ছুঁড়ে ফেলে দেন আদিত্য নারায়ণ (Aditya Narayan)। ওই যুবক উদতি-পুত্রের সঙ্গে নিজস্বী তুলতে চাইলে, মেজাজ হারান গায়ক। প্রকাশ্যে ওই যুবকের মোবাইল কেড়ে নিয়ে তা ছুঁড়ে ফেলেন আদিত্য নারায়ণ। যা প্রকাশ্যে আসতেই তা নিয়ে জোর সমালোচনা শুরু হয়ে যায়। বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ওই সংশ্লিষ্ট যুবক।
তিনি বলেন, অনুষ্ঠান যখন চলছিল, তখন অনেকেই আদিত্যর সঙ্গে ছবি তোলার জন্য গায়কের দিকে মোবাইল এগিয়ে দিচ্ছিলেন। আদিত্য নিজেই তুলছিলেন নিজস্বী। যা দেখে তিনিও মোবাইল এগিয়ে যান কিন্তু হঠাৎই মেজাজ হারান গায়ক। ওই যুবকের ফোন কেড়ে নিয়ে তা দূরে ছুঁড়ে ফেলেন আদিত্য নারায়ণ। এমনকী মাইক দিয়ে আদিত্য তাঁকে আঘাতও করেন বলে অভিযোগ করেন ওই যুবক।
আদিত্য বড় মাপের গায়ক। তাই তাঁরা বিষয়টি নিয়ে কিছু করেননি। সবাই ফোন এগিয়ে দিচ্ছিলেন বলেই তিনিও একই কাজ করেন। না হলে তিনি কেন তাঁর নিজের ফোন এগিয়ে দেবেন বলে প্রশ্ন তোলেন ওই যুবক।
যদিও আদিত্য নারায়ণের ম্যানেজার দাবি করেন, ওইদিন গোটা অনুষ্ঠান অত্যন্ত ভালভাবে হয়। আদিত্য যখন গান গাইছিলেন, নিজস্ব তুলছিলেন অন্যদের সঙ্গে, ওই ছাত্র বার বার গায়কের পা টেনে ধরছিলেন। শেষ পর্যন্ত মেজাজ হারিয়ে আদিত্য ওই ধরনের ব্যবহার করেন বলে দাবি করেন গায়কের ম্যানেজার।