মুম্বই, ১৩ ফেব্রুয়ারিঃ রাখি সাওয়ান্তের (Rakhi Sawant) স্বামী আদিল খান দুরানির (Adil Khan Durrani) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। এক ইরানি মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে আদিলের বিরুদ্ধে। কর্ণাটকের মহীশূর থানায় দায়ের হয়েছে ধর্ষণের অভিযোগ। ভারতীয় দণ্ডবিধির অধীনে ৩৭৬, ৪১৭, ৪২০, ৫০৪, ৫০৬ ধারায় মহীশূরের ভিভি পুরম থানায় রাখি সাওয়ান্তের স্বামী আদিল খান দুরানির বিরুদ্ধে ওই ইরানি মহিলা মামলা দায়ের করেন (Adil Khan Durrani Case)।
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন মহীশূরের ওই ইরানি মহিলা। পাঁচ মাস আগে ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করেন আদিল। এবং জানান, বহু মেয়ের সঙ্গেই তাঁর এই ধরণের সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার হুমকিও দেন আদিল। এরপরেই থানার দারস্ত হন ওই মহিলা। একাধিক ধারায় আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
অন্যদিকে গত সপ্তাহেই আদিল দুরানিকে (Adil Khan Durrani Case) গ্রেফতার করে মুম্বই পুলিশ। স্বামী আদিলের বিরুদ্ধে জালিয়াতি এবং প্রতারণার অভিযোগ দায়ের করেছিলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। রাখির অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আদিলকে। পুলিশি হেফাহতে রয়েছেন তিনি। রাখির পর এবার ইরানি মহিলা আদিলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন (Adil Khan Durrani Case)।
মারণ রোগে মায়ের মৃত্যু শোক কাটতে না কাটতেই স্বামী আদিলের মুখোশ খোসে পড়তে দেখছেন রাখি (Rakhi Sawant)। বিপর্যস্ত তাঁর বৈবাহিক সম্পর্ক। মানসিক ভাবে ভেঙে পড়েছেন তিনি।