Mrunal Thakur: 'সীতার' ভূমিকায় ছবির ফার্স্ট লুকে নজর কাড়লেন মৃণাল ঠাকুর
মৃণাল ঠাকুর (Photo Credits: YouTube Screengrab)

দক্ষিণের দিলকর সলমনের (Dulquer Salmaan) সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী মৃণাল ঠাকুর (Mrunal Thakur)। দক্ষিণের তিনটি ভাষায় মুক্তি পাচ্ছে এই জুটির আগামী ছবি। রবিবার, মৃণাল ঠাকুরের জন্মদিনেই প্রকাশ্যে এল তাঁর এই ছবির লুক। ছবিতে মৃণালের চরিত্রের নাম সীতা। সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ্যে এতেই ভাইরাল হয়ে পড়ে। এমনকি টুইটারে ট্রেন্ডিংও হতে থাকে মৃণালের লুক।

ছবিটিতে দেখা যাচ্ছে দিলকর সলমন ওরফে লেফটেন্যান্ট রাম আয়নার সামনে দাঁড়িয়ে সীতার ছবি তুলছেন। রাম-সীতার (Ram-Sita) অভিব্যক্তিই মুগ্ধ করেছে অনুরাগীদের। ছবিটি স্বপ্না সিনেমার অধীনে প্রযোজনা করছেন অশ্বিনী দত্ত ও প্রিয়াঙ্কা দত্ত। পরিবেশনা করছে বৈজয়ন্তী মুভিজ। তামিল, তেলুগু এবং মালায়ালাম ভাষায় মুক্তি পাবে এই ছবিটি।

আরও পড়ুন, সইফের পাশে করিনার 'পাউট সেলফি', ভাইরাল ছবি

জন্মদিনে নিজের ছবির ফার্স্ট লুক তাঁর অনুরাগীদের জন্য উপহার দিলেন মৃণাল। মৃণাল সোশ্যাল মিডিয়ায় এও লেখেন,"আমার তরফে আপনাদের জন্য একটি উপহার। স্বপ্না সিনেমাকে অনেক ধন্যবাদ। সঙ্গে হৃদয় জয় করবে দিলকর সলমন।" উল্লেখ্য, এই ছবিটির শুটিং হয়েছে কাশ্মীরে। সম্প্রতি শেষ হয়েছে এই ছবির শুটিং।