Vivek Oberoi (Photo Credits: Twitter)

মুম্বই, ২১ জুলাইঃ প্রতারণার শিকার বলিউড অভিনেতা বিবেক ওবেরয় (Vivek Oberoi)। খোয়া গিয়েছে অভিনেতার দেড় কোটি টাকা। প্রতারিত হয়েছেন তিন ব্যবসায়ী অংশীদারের কাছে। পুলিশের দারস্ত হয়েছেন অভিনেতা এবং স্ত্রী প্রিয়াঙ্কা ওবেরয়। প্রতারণার অভিযোগের আঙুল তুলেছেন ব্যবসায়ী অংশীদার সঞ্জয় সাহা, তাঁর মা এবং স্ত্রীয়ের বিরুদ্ধে।

অভিনেতার আইনজীবী জানান, ২০১৭ সালে অভিনেতা নিজের একটি ব্যবসা খুলেছিলেন। নিজের কোম্পানির নাম দিয়েছিলেন ওবেরয় অর্গ্যানিক্স। মোটামুটি ভালই চলছিল সেই ব্যবসা। কিছু বছরে সামান্য লাভের মুখ দেখতেই তিন অংশীদার নিয়ে প্রযোজনা সংস্থা খোলার কথা ভাবেন বিবেক। সেই ভাবনা মতই ওবেরয় অর্গ্যানিক্সের ব্যবসা বন্ধ করে একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা খোলেন তাঁরা। ২০২০ সালে তাঁরা ব্যবসার জন্যে চুক্তিবদ্ধ হন।

অংশীদারি ব্যবসায় অভিনেতা নিজের সমস্ত শেয়ার হস্তান্তর করেন কোম্পানির নামে। তবে কিছু বছর পর সন্দেহ হয় বিবেকের। তাঁর মনে হতে থাকে কোম্পানির নাম করে যে টাকা তাঁর থেকে নেওয়া হয়েছে তা ব্যবহার হচ্ছে অংশীদারদের ব্যক্তিগত স্বার্থে। খোঁজ খবর চালিয়ে অভিনেতা জানতে পারেন, ব্যবসায়ী অংশীদার সঞ্জয় সাহা এবং তাঁর মায়ের জীবন বীমার টাকা জমা ক্ষেত্রে ও অন্যান্য ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছিল ব্যবসার টাকা। এছাড়াও সঞ্জয়ের স্ত্রী একাধিকবার কাউকে না জানিয়ে ব্যবসার টাকা নিয়েছেন।

এরপরেই থানার দারস্ত হন প্রতারিত বিবেক। তিন অভিযুক্তের নামে ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪০৬, ৪০৯ এবং ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।