লড়াই শেষ! শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের (Bollywood) বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Dharmendra)। চলতি মাসের শুরুতে আচমকা অসুস্থ হয়ে পড়েন বলিউডের 'হি ম্যান।' ভর্তি করা হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। গোটা রাত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় অভিনেতাকে। কিন্তু সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শেষ রক্ষা হল না। সোমবার সকালে ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন সকলের প্রিয় ‘শোলে’র বীরু৷ যদিও পরিবারের তরফে এই ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে এশা দেওল এবং হেমা মালিনীকে কড়া নিরাপত্তার পাশাপাশি পবন হংস শ্মশানে দেখা গিয়েছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র। বয়সজনিত কারণে শরীরে বাসা বেঁধেছিল একাধিক রোগ। চিকিৎসকের পরামর্শেই কাটছিল জীবনের শেষ অধ্যায়। অক্টোবর মাসের শেষের দিকে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে৷ হ্যান্ডেলে ধর্মেন্দ্রর শারীরিক অবস্থার উন্নতির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনার করার আর্জি জানান স্ত্রী হেমা মালিনী। তবে প্রতিবারের মত আর হাসপাতাল থেকে বাড়ি ফেরা হল না তাঁর। মরণকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
উল্লেখ্য, ১৯৬০ সালে ‘দিল ভি তেরা, হাম ভি তেরে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। একের পর এক হিট ছবির মাধ্যমে দর্শকের মন জয় করেন তিনি। তাঁর কেরিয়ারের অন্যতম বিশেষ ছবি 'শোলে।' এই সুপারহিট ছবিতে 'বীরু'-এর চরিত্রে তাক লাগিয়েছিলেন অভিনেতা। ভারতীয় সিনেমার ইতিহাসে 'শোলে'-এর এই চরিত্র কে অমর অধ্যায় বলা চলে। অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও সক্রিয় ছিলেন অভিনেতা। ২০০৪ সালে বিজেপির হয়ে রাজস্থানের বিকানের থেকে সাংসদ নির্বাচিত হন। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী হেমা মালিনীকে বিয়ে করেন তিনি। তারকা দম্পতির দুই কন্যা ইশা ও আহনা। আর ধর্মেন্দ্রর প্রথমপক্ষের দুই সন্তান হলেন সানি দেওল ও ববি দেওল।
লড়াই শেষ, চলে গেলেন বলিউড আইকন ধর্মেন্দ্র
चला गया ही-मैन: गम में डूबा पंजाब, साहनेवाल से शुरू हुई धर्मेंद्र की कहानी का मुंबई में हुआ अंतhttps://t.co/ZVjrzn6iaI
— Amar Ujala (@AmarUjalaNews) November 24, 2025