আগামীকাল ২২ জানুয়ারি। অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) উদ্বোধন। রামলালার (Ram Lalla) প্রাণ প্রতিষ্ঠা। সোমবার বেলা ১২টা বেজে ২০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) হাতে হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। সেই শুভক্ষণের সাক্ষী থাকতে ইতিমধ্যেই দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা ভিড় করতে শুরু করেছে অযোধ্যায়। আজ রবিবার মন্দির উদ্বোধনের আগের দিন অযোধ্যার উদ্দেশ্যে রওনা দিলেন বলি অভিনেতা অনুপম খের (Anupam Kher)। মুম্বই বিমানবন্দরে (Mumbai Airport) সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, 'দারুণ একটা অনুভূতি। এই দিনের জন্যে আমরা প্রত্যেকে দীর্ঘ অপেক্ষা করেছি। কালকেই সেই দিন। আপনাদের সকলের জন্যে প্রার্থনা করব'। জয় শ্রী রাম বলে শেষ করেছেন নিজের বক্তব্য।
আরও পড়ুনঃ ইসরোর স্যাটেলাইটে ধরা পড়ল রাম মন্দিরের অত্যাশ্চর্য ছবি, দেখুন আপনিও
অযোধ্যার পথে অনুপম খের...
#WATCH | Mumbai, Maharashtra: Actor Anupam Kher leaves for Ayodhya to attend the Pran Pratishtha ceremony tomorrow.
He says "It is a very good feeling. We all have waited for this day for a very long time. Jai Shree Ram..." pic.twitter.com/nktgLrcPP9
— ANI (@ANI) January 21, 2024
অযোধ্যায় রাম মন্দিরে উদ্বোধন উপলক্ষ্যে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে সিনে তারকা থেকে শুরু করে ক্রীড়া জগতের তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। রজনীকান্ত, চিরঞ্জীবী, রাম চরন, ধনুষ সহ একাধিক দক্ষিণী তারকার কাছে আমন্ত্রণ গিয়েছে। বলিপাড়া থেকে ২২ জানুয়ারির অতিথি তালিকায় রয়েছেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাউত, অমিতাভ বচ্চন, আলিয়া ভাট, রণবীর কাপুর, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, অনুষ্কা শর্মা সহ আরও অনেকে। এছাড়া সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের আমন্ত্রণ জানানো হয়েছে।