বাবা সিদ্দিকির মৃত্যুর পর সলমন খানের (Salman Khan) নিরাপত্তা নিয়ে কোনও খামতি রাখতে চাইছে না মুম্বই পুলিশ। আর সেই কারণেই সুপারস্টারের ওপর হামলার পরিকল্পনায় বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে। গত বুধবারই হরিয়ানার পানিপত থেকে পানভেলের ফার্মহাউসে হামলার চেষ্টা চালানোর অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম সুখা। শুক্রবার তাঁকে পানভেল কোর্টে পেশ করা হয় এবং তাঁকে ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, গত জুন মাসে সলমনের পানভেলের ফার্মহাউসে জাল পরিচয়পত্র দেখিয়ে ঢোকার চেষ্টা করেছিল সুখা সহ এক ব্যক্তি।

সেই বিষয়ে তদন্ত করে দেখা যায় দুই ব্যক্তিই বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। এই মামলায় পুলিশ ইতিমধ্যেই চার্জশিট পেশ করেছিল। এই ঘটনার আগেই এপ্রিল মাসে সলমনের গ্যালেক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ছুড়েছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যর। এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হলেও শুভম নামে এক যুবককে পরবর্তীকালে ছেড়ে দেওয়া হয়। এই শুভমই আবার বাবা সিদ্দিকির খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছে সে। তাঁর খোঁজে লুক আউট নোটিশও জারি করেছে পুলিশ।