মুম্বই, ২৬ মেঃ আইনি জটিলতায় জড়ালেন বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) শ্যালক তথা অভিনেতা আয়ুষ শর্মা (Aayush Sharma)। শুক্রবার অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট (Delhi High Court)। আয়ুষ শর্মা অভিনীত আসন্ন ছবি 'রুসলান'কে (Ruslaan) কেন্দ্র করে শুরু হয়েছিল বিতর্ক। আর সেই বিতর্কে ঘি ঢালল দিল্লি হাইকোর্টের এই নোটিশ। তবে কেবল অভিনেতা এক নন,'রুসলান' প্রযোজক কেকে রাধামোহন এবং দক্ষিণী অভিনেতা জগপতি বাবুর বিরুদ্ধেও আইনি নোটিশ পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট।
গত ২১ এপ্রিল মুক্তি পেয়েছিল আয়ুষ শর্মা অভিনীত 'রুসলান'এর ট্রেলার (Ruslaan Trailer)। আর ট্রেলার মুক্তির পরেই ছবির অভিনেতা এবং প্রযোজকদের বিরুদ্ধে সরব হন জগদীশ শর্মা এবং রাজবীর শর্মা।
সমাজকর্মী তথা প্রযোজক জগদীশ শর্মা এবং অভিনেতা রাজবীর শর্মা তাঁদের আইনজীবী রুদ্র বিক্রম সিংহের মাধ্যমে কাত্যায়ন শিবপুরি পরিচালিত এবং রাধামোহন প্রযোজিত ছবি 'রুসলান' (Ruslaan) এর মুক্তিতে নিষেধাজ্ঞার দাবি জানিয়ে দিল্লি হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আয়ুষ শর্মা (Aayush Sharma)।
তাঁদের অভিযোগ, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'রুসলান'এর অনুকরণে এই ছবি তৈরি করা হয়েছে। অনুমতি না নিয়েই এই ছবির শিরোনাম থেকে শুরু করে ছবির গল্প এমনকি সংলাপ সমস্ত কিছুই আগের 'রুসলাম' থেকে নেওয়া হয়েছে। সেই ছবিতে অভিনয় করেছিলেন রাজবীর শর্মা।