মুম্বই, ৩০ জানুয়ারি: অফিসিয়ালি তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। বিচ্ছেদের পরও যে তাঁরা একে অপরের ভাল বন্ধু, এবার সেই ইঙ্গিতই দিলেন সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রাক্তন প্রেমিক রোহমান শল (Rohman Shawl)। এবার আসছে আরিয়া থ্রি। ওয়েব সিরিজের একটি ঝলক প্রকাশ করা হয় সংশ্লিষ্ট চ্যানেলের তরফে। সেই ভিডিয়োতে ট্যাগ করা হয় সুস্মিতা সেনকেও। যা দেখে আপ্লুত নায়িকার প্রাক্তন প্রেমিক রোহমান। আরিয়া থ্রি-তে সুস্মিতা সেনের প্রথম ঝলক দেখে রোহমান আপ্লুত। এই সিরিজে সুস্মিতা সেন ফের ফাটিয়ে অভিনয় করবেন বলেও আশা প্রকাশ করেন এই মডেল। দেখুন...
আরও পড়ুন: Sushmita Sen-Lalit Modi: প্রাক্তন প্রেমিক রোহমানের সঙ্গে 'বন্ধুত্বের' জেরেই ভাঙন সুস্মিতা-ললিতের?
View this post on Instagram
সম্প্রতি সুস্মিতা সেনের এক পারিবারিক বিয়েতেও হাজির হন রোহমান। যেখানে সুস্মিতা সেন, নায়িকার বাবা, মা ভাই রাজীব সেনকে দেখা যায়। এমনকী, সুস্মিতার ভাই রাজীব সেনের পাশে দেখা যায় চারু আসোপাকে। চারুর সঙ্গে রাজীবের যখন বিবাহ বিচ্ছেদের তোড়জোড় চলছে, সেই সময় অভিনেত্রী সেন বাড়ির পারিবারিক বিয়ের অনুষ্ঠানে কী করছেন বলে প্রশ্ন তোলেন অনেকে।
অন্যদিকে ওই বিয়ে বাড়িতে রাজীব সেন এবং চারু আসোপার মেয়েকে দেখা যায় সুস্মিতার প্রাক্তন প্রে মিক রোহমান শলের কোলে। যা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়ে যায়।