মুম্বই, ২৮ মার্চ: পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) সঙ্গে গাঁটছড়া বাঁধছেন রাঘব চাড্ডা (Raghav Chadha)। বেশ কিছুদিন ধরে আপ সাংসদের সঙ্গে বলিউড অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাঘব চাড্ডা, পরিণীতি চোপড়ার সম্পর্কের গুঞ্জনে ঘৃতাহুতি দেয় সম্প্রতি দুজনের লাঞ্চ ডেটের ছবি। যদিও পরিণীতির বিষয়ে রাঘব চাড্ডাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁকে রাজনীতি নিয়ে প্রশ্ন করা হোক, পরিণীতি নিয়ে নয়। রাঘব চাড্ডা যত যা-ই বলুন না কেন, পরিণীতি চোপড়াকে যখনই মণীশ মালহোত্রার বাড়িতে দেখা যায়, গুঞ্জন হু হু করে ছড়িয়ে যায় আবার।
রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়া বিষয়টি নিয়ে মুখ না খুললেও আপ নেতা সঞ্জীব অরোরা দুজনকে শুভেচ্ছা জানান।পরিণীতি এবং রাঘবের মিলন যাতে দৃঢ়তর হয়, সে বিষয়ে আশা প্রকাশ করেন সঞ্জীব অরোরা। সঞ্জীব আরোরা রাঘব চাড্ডা এবং পরিণীতি চোপড়ার বিষয়ের বিষয়ে মুখ খুলতেই, কার্যত স্পষ্ট হয়ে উঠতে শুরু করেছে দুজনের সম্পর্কের রসায়নের ছবি।