Aamir Khan's Laal Singh Chaddha: মুখ থুবড়ে পড়ল 'লাল সিং চাড্ডা', বড় সিদ্ধান্ত আমিরের
Aamir Khan, Kareena Kapoor Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ১৬ অগাস্ট:  বলিউডে মুখ থুবড়ে পড়েছে 'লাল সিং চাড্ডা'। আমির খান এবং করিনা কাপুর খানের এই সিনেমা মুখ থুবড়ে পড়তেই লোকসানে পড়েছেন ডিস্ট্রিবিউটররা। ফলে আমির খান এবার ডিস্ট্রিবিউটরদের অর্থ ফেরৎ দেবেন বলে খবর। তবে ডিস্ট্রিবিউটরদের কত টাকা করে আমির খান ফেরাবেন, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে ডিস্ট্রিবিউটরদের যাতে লোকসানের মুখ দেখতে না হয়, তারজন্যই আমির কান এই বড় সিদ্ধান্ত নিচ্ছেন বলে খবর। যদিও আমির খান এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি।

লাল সিং চাড্ডা মুক্তির আগে থেকেই বয়কট ট্রেন্ডের মুখে পড়ে। কখনও আমির খানের পুরনো বিতর্কিত মন্তব্যের জেরে লাল সিং চাড্ডা বয়কটের ডাক দেন দর্শকদের একাংশ। আবার কখনও করিনা কাপুর খানের বিতর্কিত মন্তব্যের জেরে এই সিনেমা দেখবেন না বলে মন্তব্য করেন অনেকে।

আরও পড়ুন: Kashmiri Pandit Shot Dead: রক্তাক্ত উপত্যকা, জঙ্গিদের গুলিতে নিহত আরও এক কাশ্মীরি পণ্ডিত, আহত ভাই

সবকিছু মিলিয়ে লাল সিং চাড্ডা মুক্তি পেতেই একের পর এক কটাক্ষের মুখে পড়েন আমির, করিনারা।