Akshay Kumar: আগামী এক বছরে ৭ টি ছবি রিলিজ 'খিলাড়ি'-র, দেখে নিন অক্ষয় কুমারের আপকামিং ছবির তালিকা
Akshay Kumar's upcoming releases (Photo Credits: Twitter)

রাখি বন্ধন উৎসবের দিন খুশির খবর শোনালেন অক্ষয় কুমার। একই বছরে তিন-তিনটি ছবি মুক্তি হতে চলেছে অক্ষয় কুমারের। ৩ অগাস্ট রাখি বন্ধন উৎসবের দিনই তিনটি ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে এল। এরমধ্যে রয়েছে আনন্দ এল রাইয়ের 'রাখি বন্ধন'। পুরোপুরি পারিবারিক বিনোদনই ছবির গল্প। চার বোনের দাদা অক্ষয় কুমার। ২০২১-র নভেম্বরে ছবির মুক্তির মাস স্থির করা হয়েছে। তার আগে আরও একাধিক প্রজেক্টে দেখা যাবে খিলাড়িকে।

ওটিটি প্ল্য়াটফর্ম Disney+ Hotstar-এ শীঘ্রই মুক্তি পেতে চলেছে লক্ষ্মী বোম্ব। তবে এরমধ্যে যদি মাল্টিপ্লেক্স খোলার নির্দেশ আসে কেন্দ্রীয় সরকারের তরফে। তাহলে সেপ্টেম্বর মাসে মুক্তি পাবে অক্ষয় কুমারের অ্যাকশন-ড্রামা ফিল্ম সূর্যবংশী। এছাড়াও অভিনেতার আরও একাধিক ব্লকবাস্টার ছবি মুক্তির পথে। সবমিলিয়ে ২০২০ থেকে ২০২১-এ বিগ স্ক্রিন থেকে ওটিটি দাপিয়ে বেড়াতে চলেছেন অক্ষয় কুমার। অভিনেতার কী কী ছবি মুক্তি পেতে চলেছে। একঝলকে দেখে নিন তালিকা।

লক্ষ্মী বোম্ব

Disney+ Hotstar-এ শীঘ্রই মুক্তি পেতে চলেছে লক্ষ্মী বোম্ব। ছবিতে একেবারে নতুন অবতারে দেখা যাবে অক্ষয় কুমারকে। ছবিতে একজন ট্রান্সজেন্ডারের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ছবিতে অক্ষয়ের বিপরীতে রয়েছেন কিয়ারা আডবানি।

Laxmmi Bomb Posters (Photo Credits: Twitter)

সূর্যবংশী

রোহিত শেট্টির পরিচালনায় আরও একটি অ্যাকশন ড্রামা। ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন ক্যাটরিনা কাইফ। লকডাউনের পর বিগ স্ক্রিনে বলিউডের ব্লকাবাস্টার মুভি রিলিজ করতে চলেছে এটাই।

Sooryavanshi New Poster (Photo Credits: Instagram)

পৃথ্বীরাজ

কেশরি ছবিতে মন ছুঁয়ে গেছিলেন অক্ষয়। এবার যশ রাজ ফিল্মসের অধীনে তেমনই আরও একটি পিরিয়ড ড্রামা নিয়ে হাজির অক্ষয় কুমার। রিলিজ হওয়া শুধু সময়ের অপেক্ষা। ছবিতে অক্ষয়ের বিপরীতে অভিনয় করেছেন মানুষি চিল্লার আর পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। চলতি বছরের নভেম্বরে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Manushi Chillar and Akshay Kumar (Photo Credits: Twitter)

বচ্চন পাণ্ডে

অ্যাকশন। একইসঙ্হে আবার বিনোদন। দুইয়ের জমাটি মেলবন্ধনে অভিনয় করেছেন অক্ষয় কুমার। ২০২১-র জানুয়ারিতে মুক্তি পাবে ছবিটি। অক্ষয় কুমারের বিপরীতে ছবিতে রয়েছেন কৃতি শ্যানন।

Akshay Kumar's new look from Bachchan Panday (Photo Credits: Instagram)

আতরাঙ্গি রে

অক্ষয় কুমার, সারা আলি খান এবং ধানুশ। আনন্দ এল রাই তিনজনকে নিয়ে এসেছেন এক ফ্রেমে। রোমান্টিক এই ছবিটি মুক্তি পেতে চলেছে ২০২১-র ভ্যালেন্টাইনস ডে-র দিন।

Sara Ali Khan in Akshay Kumar and Dhanush's Atrangi Re (Photo: Instagram)

বেল বটম

স্পাই থ্রিলার ছবিটিতে অক্ষয় কুমারের বিপরীতে রয়েছেন বানী কুমার, হুমা কুরেশি এবং লারা দত্ত। ২০২১-র এপ্রিলে মুক্তি পেতে চলেছে ছবিটি।

Akshay Kumar in Bell Bottom (Photo Credits: Twitter)

রাখি বন্ধন

রাখি বন্ধনের দিনেই নিজের ছবি 'রাখি বন্ধন'-র ঘোষণা করলেন অক্ষয় কুমার। ২০২১-র নভেম্বরে মুক্তি পেতে চলেছে ছবিটি। যার ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা।

Akshay Kumar in Raksha Bandhan (Photo Credits: Twitter)