এক সময় সারা ভারতে আলোড়ন তুলেছিলেন শেফালি জারিওয়ালা। ৯০ এর দশকে যখন রিমিক্স গানের রমরমা তখনই ‘কাঁটা লাগা’ গানে শেফালির নাচে মেতে উঠেছিল সকলেই। এরপর চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। সেই শেফালি জারিওয়ালাকে এবার দেখা গেল বাংলাদেশের এক নবীন গায়িকার গানের ভিডিয়োতে।
বাংলাদেশের টি এম রেকর্ডস বাংলাদেশের নতুন শিল্পীদের মিউজিক ভিডিও প্রকাশ করছে। যেখানে নাচে অভিনয়ে অংশগ্রহণ করছেন খ্যাতনামা শিল্পীরা। ভারত থেকে ইতিমধ্যেই মিমি, নুসরত, সানি লিওন অংশ নিয়েছেন এইসব ভিডিওতে। সেই ভিডিও দেখে লাখো মানুষের মনও জয় করেছেন তাঁরা। এই তালিকায় এবার নতুন সংযোজন বলিউডের শেফালি জারিওয়ালা।