মুম্বই, ২০ মে: লোকসভা নির্বাচন ২০১৯ (Lok sabha Elections 2019) বুথফেরত সমীক্ষা (Exit Poll) য় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী (Narendra Modi)- র জনপ্রিয়তা মোটের ওপর অটুট থেকে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ (NDA)সরকার। ভোটের আগে থেকে বলিউড (Bollywood)-একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল। একদিকে মোদী ভক্ত, অন্যদিকে মোদী বিরোধী-বলিউড সেলেবরা নিজেদের মধ্যে কার্যত বিবাদেও নেমেছিলেন। একদিকে নরেন্দ্র মোদীর পক্ষে বলা অনুপম খের, পরেশ রাওয়াল, কঙ্গনা রানওয়াত, বিবেক ওবেরয়। অন্যদিকে কট্টর মোদী বিরোধী প্রকাশ রাজ, গীতিকার জাভেদ আখতার-লোকসভা নির্বাচন নিয়ে বলিউডে চাপা দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসছিল। টুইটারে এই বিষয় নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এবার এক্সিট পোলের ফলাফলের পর বলিউড তারকারা মুখ খুললেন।
Lone Ranger. pic.twitter.com/imKJIqi7Ik
— Chowkidar Paresh Rawal (@SirPareshRawal) May 19, 2019
বিজেপি পন্থী বলিউড তারকা অনুপম খের এক্সিট পোলের ফল দেখার পর টুইট-এ GIF পোস্ট করে লিখলেন, ''জয় হো।'' মোদীর রাজ্যের বিজেপি সাংসাদ পরেশ রাওয়াল লিখলেন, ''লোন রেঞ্জার''। অনুপম খের ও পরেশ রাওয়াল-দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাদের নামের আগে চৌকিদার লিখে রেখেছেন।
— Anupam Kher (@AnupamPKher) May 19, 2019
বলিউডের বিখ্যাত গায়ক বিশাল দাদলানি এক্সিট পোলের ফল দেখে নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে অভিনন্দন জানিয়েছেন।
Irrespective of what polls say, it will be BJP 300+ without counting allies, I'm told by a knowledgable friend. Congrats, @narendramodi @AmitShah and friends.
Also, congrats to everyone speaking their minds and holding their lines. You are proof that our Democracy works. https://t.co/dsBHdipKlG
— VISHAL DADLANI (@VishalDadlani) May 19, 2019
রঙ দে বাসন্তী খ্যাত অভিনেতা সিদ্ধার্থ অবশ্য এক্সিট পোলের ভিত্তিতে কোনও কিছু মানতে রাজি না হয়ে, টুইটারে লিখেছেন আমাদের ২৩ মে পর্যন্ত অপেক্ষা করা উচিত।
#ExitPolls are nothing but speculation. Best to wait for the real results. In the meantime it is safe to assume that there will be no change in the center. No point getting confused or excited by predictions. #Elections2019
— Siddharth (@Actor_Siddharth) May 19, 2019
বলিউডের মোদীর সবচেয়ে বড় সমালোচক প্রকাশ রাজ বলেছেন, '' একটু দিবাস্বপ্ন দেখে নিন। কারণ ২৩ মে দুঃস্বপ্ন দেখার সময় আসছে। আমার মনে হচ্ছে জনগণের রায় এক্সিট পোলকে মিথ্যা প্রমাণ করবে।
With the EXIT POLLS ....Let some DAY DREAM that NIGHTMARE will come back. But ON 23 rd ...I BELIEVE CITIZENS will PROVE it WRONG ..till then let’s sing n celebrate...what BAPU JI Taught us ...pls retweet n share 🙏🙏🙏 pic.twitter.com/qaO3WotJAt
— Prakash Raj (@prakashraaj) May 19, 2019
প্রসঙ্গত, বুথফেরত সমীক্ষায় দেখা যায় আয়েগা তো মোদী হি...বিজেপি (BJP)-র এই প্রচারে সাড়া দিচ্ছে দেশবাসী। রবিবার দেশের ভোটপর্ব মিটতেই বুথফেরত সমীক্ষা (Exit Poll) তে ধরা পড়ল সেই কথাই। দেশের প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভা নির্বাচন ২০১৯-এ (2019 Lok Sabha Elections) ৩০০টি-রও বেশি আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসার একটা অনুমান ছিলই, তবে পঞ্চম দফার ভোটের পর এমনও শোনা যাচ্ছিল বিজেপি একা তো নয়ই, NDA-ও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে সরকার গড়তে গেলে মোদী-মায়াবতীদের ফ্রন্টে থাকা টিআরএস (TRS) -এর মত তৃতীয় ফ্রন্টের দলগুলির দ্বারস্থ হতে পারে। এমনও শোনা যাচ্ছিল কংগ্রেস হয়তো ১২৫টি-রও বেশি আসন পেতে পারে। কিন্তু না, বুথফেরত সমীক্ষা বলছে বিজেপি যদি একাও নাও পারে এনডিএ অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।