এক্সিট পোলে ফের মোদীর জয়ের খবরের পর কী বললেন বলিউডে তারকারা
এক্সিট পোলে মোদীর জয়ের খবরের পর টুইটারে প্রতিক্রিয়া বলিউড সেলেবদের। (Photo Credits: IANS)

মুম্বই, ২০ মে: লোকসভা নির্বাচন ২০১৯ (Lok sabha Elections 2019) বুথফেরত সমীক্ষা (Exit Poll) য় দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী (Narendra Modi)- র জনপ্রিয়তা মোটের ওপর অটুট থেকে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ (NDA)সরকার। ভোটের আগে থেকে বলিউড (Bollywood)-একেবারে আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছিল। একদিকে মোদী ভক্ত, অন্যদিকে মোদী বিরোধী-বলিউড সেলেবরা নিজেদের মধ্যে কার্যত বিবাদেও নেমেছিলেন। একদিকে নরেন্দ্র মোদীর পক্ষে বলা অনুপম খের, পরেশ রাওয়াল, কঙ্গনা রানওয়াত, বিবেক ওবেরয়। অন্যদিকে কট্টর মোদী বিরোধী প্রকাশ রাজ, গীতিকার জাভেদ আখতার-লোকসভা নির্বাচন নিয়ে বলিউডে চাপা দ্বন্দ্ব একেবারে প্রকাশ্যে চলে আসছিল। টুইটারে এই বিষয় নিয়ে আলোচনা কম হয়নি। কিন্তু এবার এক্সিট পোলের ফলাফলের পর বলিউড তারকারা মুখ খুললেন।

 

বিজেপি পন্থী বলিউড তারকা অনুপম খের এক্সিট পোলের ফল দেখার পর টুইট-এ GIF পোস্ট করে লিখলেন, ''জয় হো।'' মোদীর রাজ্যের বিজেপি সাংসাদ পরেশ রাওয়াল লিখলেন, ''লোন রেঞ্জার''। অনুপম খের ও পরেশ রাওয়াল-দুজনের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাদের নামের আগে চৌকিদার লিখে রেখেছেন।

বলিউডের বিখ্যাত গায়ক বিশাল দাদলানি এক্সিট পোলের ফল দেখে নরেন্দ্র মোদী ও অমিত শাহ-কে অভিনন্দন জানিয়েছেন।

 

রঙ দে বাসন্তী খ্যাত অভিনেতা সিদ্ধার্থ অবশ্য এক্সিট পোলের ভিত্তিতে কোনও কিছু মানতে রাজি না হয়ে, টুইটারে লিখেছেন আমাদের ২৩ মে পর্যন্ত অপেক্ষা করা উচিত।

 

বলিউডের মোদীর সবচেয়ে বড় সমালোচক প্রকাশ রাজ বলেছেন, '' একটু দিবাস্বপ্ন দেখে নিন। কারণ ২৩ মে দুঃস্বপ্ন দেখার সময় আসছে। আমার মনে হচ্ছে জনগণের রায় এক্সিট পোলকে মিথ্যা প্রমাণ করবে।

প্রসঙ্গত, বুথফেরত সমীক্ষায় দেখা যায় আয়েগা তো মোদী হি...বিজেপি (BJP)-র এই প্রচারে সাড়া দিচ্ছে দেশবাসী। রবিবার দেশের ভোটপর্ব মিটতেই বুথফেরত সমীক্ষা (Exit Poll) তে ধরা পড়ল সেই কথাই। দেশের প্রায় সমস্ত বুথফেরত সমীক্ষা বা এক্সিট পোলে দেখা গেল সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ফের ক্ষমতায় আসছে নরেন্দ্র মোদী সরকার। লোকসভা নির্বাচন ২০১৯-এ (2019 Lok Sabha Elections) ৩০০টি-রও বেশি আসন নিয়ে এনডিএ ক্ষমতায় আসার একটা অনুমান ছিলই, তবে পঞ্চম দফার ভোটের পর এমনও শোনা যাচ্ছিল বিজেপি একা তো নয়ই, NDA-ও হয়তো সংখ্যাগরিষ্ঠতা পাবে না। সেক্ষেত্রে হয়তো নরেন্দ্র মোদী (Narendra Modi)-কে সরকার গড়তে গেলে মোদী-মায়াবতীদের ফ্রন্টে থাকা টিআরএস (TRS) -এর মত তৃতীয় ফ্রন্টের দলগুলির দ্বারস্থ হতে পারে। এমনও শোনা যাচ্ছিল কংগ্রেস হয়তো ১২৫টি-রও বেশি আসন পেতে পারে। কিন্তু না, বুথফেরত সমীক্ষা বলছে বিজেপি যদি একাও নাও পারে এনডিএ অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে।