Sara Ali Khan (Photo Credit: Instagram)

মুম্বই, ৫ এপ্রিল: কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা আলি খান (Sara Ali Khan)। অসমে (Assam) গিয়ে কামাখ্যা মন্দিরে (Kamakhya Temple) যান সারা। সেখানেই তাঁকে ভক্তি ভরে পুজো দিতে দেখা যায়। সাদা রঙের সালওয়ার কামিজ পরে মন্দির যান অমৃত-সইফ কন্যা। এরপর কামাখ্যা মন্দিরে পুজো দেন অভিনেত্রী। পুজো দেওয়ার পর ব্রক্ষ্মপুত্র নদীতে নৌকা ভ্রমণ করতেও দেখা যায় বলিউডের এই অভিনেত্রীকে। সারার কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার ছবি প্রকাশ্যে আসতেই তাঁকে ভালবাসা জানান অসংখ্য অনুরাগী।

আরও পড়ুন: Sara Ali Khan: বিচ্ছেদের পর প্রাক্তনের সঙ্গে প্রথমবার পর্দায় সারা, মুসৌরিতে চলছে শুটিং, দেখুন

দেখুন কামাখ্যা মন্দিরে পুজো দিলেন সারা আলি খান...

 

 

View this post on Instagram

 

সারা আলি খানের পুজো দেওয়ার ভিডিয়ো ভাইরাল হয়ে যায়...

 

দেখুন সারা আলি খানের ভিডিয়ো...

 

 

সম্প্রতি স্কাই ফোর্স সিনেমায় অভিনয় করেন সারা আলি খান। অক্ষয় কুমার এবং বীর পাহাড়িয়ার সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করেন তিনি। প্রাক্তন প্রেমিক বীর পাহাড়িয়ার সঙ্গে সারা আলি খানের রসায়ন যে দর্শকদের মন কেড়ে নেয়, তা স্পষ্ট।

প্রসঙ্গত কেদারনাথ (Kedarnath) সিং বলিউড (Bollywood) পা রাখেন সারা আলি খান। এই  সিনেমায় সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি। এরপর সিম্বাতেও দেখা যয়া সারাকে। রণবীর সিংয়ের সঙ্গে সারার সিম্বা দর্শকদের মন কেড়ে নেয়। কার্তিক আরিয়ানের সঙ্গে লভ আজকাল-এও সারাকে অভিনয় করতে দেখা যায়। ওই সিনেমায় অভিনয়ের পর সারার সঙ্গে কার্তিক আরিয়ানের বিচ্ছেদ হয়ে যায় বলে শোনা যায়। তবে সারা আলি  খানকে কখনও এ বিষয়ে কোনও মন্তব্য করতে শোনা যায়নি।