Instagram Rich List 2021: ইনস্টায় একটি পোস্টের জন্য কত করে পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা, বিরাটরা, দেখুন
ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ১ জুলাই: ইনস্টাগ্রামের (Instagram) এক একটি পোস্টের জন্য কত করে পারিশ্রমিক নেন প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলিরা (Virat Kohli) ? চলচিত্র প্রযোজক এবং ট্রেড অ্যানালিস্ট রিগীশ জোহর সম্প্রতি নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেন। যেখানে প্রিয়াঙ্কা চোপড়া, বিরাট কোহলি, নেইমাররা এক একটি ইনস্টাগ্রাম পোস্টের কত করে পারিশ্রমিক নেন, সে বিষয়ে জানান খোলসা করে।

গিরীশ জোহরের ট্যুইট অনুযায়ী, প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এক একটি ইনস্টাগ্রাম পোস্টের জন্য ৩ কোটি করে পারিশ্রমিক নেন। বিরাট নেন ৫ কোটি করে। মেসির এক একটি ইনস্টা পোস্টের পারিশ্রমিক ৮.৬ কোটি। রোনাল্ডো প্রায় ১১.৯ কোটি করে নেন এক একটি পোস্টের জন্য। ইনস্টাগ্রামে এক একটি পোস্টের জন্য সুপার মডেল কাইলি জেনার নেন প্রায় ৯ কোটি করে।

আরও পড়ুন: Mandira Bedi: রাজের মৃত্যুতে শোকে বিহ্বল, মন্দিরাকে দেখতে গেলেন রবিনা, মৌনীরা

২০২১ সালে বিশ্বের তাবড় সেলেবরা নিজেদের ইনস্টাগ্রাম পোস্টের জন্য কত করে পারিশ্রমিক নেন, সেই উদাহরণ তুলে ধরেন গিরীশ জোহর।