রবিবার প্রাণনাশের হুমকি-সহ চিঠি পেলেন বলিউড অভিনেতা সলমন খান (Salman Khan) ও তাঁর বাবা সেলিম খান। এরপরেই মুম্বই পুলিশে বিষয়টি জানিয়ে সলমন খানের পরিবারের তরফে এফআইআর দায়ের হয়েছে।
রোজকার মতো রবিবার ভোরের দিকে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন সেলিম খান। হেঁটে আসার পর বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডে বেশ খানিকটা সময় বসে থাকেন তিনি। রবিবার সেখানে বসতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাাঁর হাতে চিঠি ধরিয়ে দেয়। যার মধ্যে সেলিম খান ও ছেলে সলমন খানকে খুনের হুমকির কথা লেখা ছিল।
এর পরেই নিরাপত্তারক্ষীদের সাহায্যে বান্দ্রা থানায় যোগাযোগ করেন সেলিম খান। হুমকির বিষয়টি জানিয়ে ভারতীয় দণ্ডবিধির ৫০৬-২ ধারায় মামলা রুজু হয়। কে বা কারা এই হুমকি চিঠি পাঠিয়েছে তা জানতে শুরু হয়েছে তদন্ত।