শুক্রবার কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে বন্ধ হচ্ছে ২৫টি ওটিটি অ্যাপ (OTT Platform)। যেখানে সিনেমা ওয়েব সিরিজের নামে চুড়ান্ত পর্যায়ের অশ্লীল কনটেন্ট দেখানো হত। এমনকী এই কনটেন্টগুলিতে নাবালক, নাবালিকাদেরও ব্যবহার করা হতয সেই কারণে এই অ্যাপগুলি ব্লক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী ভারতে বসে যাতে কোনও ইউজার এই অ্যাপগুলি ব্যবহার করতে না পারে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে। কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে খুশি বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিষাণ। কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তিনি।

কী বললেন রবি কিষাণ?

তিনি বলেন, আমাদের সংস্কৃতি রক্ষার জন্য সরকারের এই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল। লাইসেন্সপ্রাপ্ত ও লাইসেন্সবিহীন একাধিক ওটিটি অ্যাপ সফট পর্ণ, অশ্লীল সিনেমা, ওয়েব সিরিজ তৈরি করছে। সেই সমস্ত অ্যাপের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। আগামী দিনে বিনোদন জগতে একটি সীমানা নির্ধারণ করা উচিত।

দেখুন রবি কিষাণের বক্তব্য

নিষিদ্ধ একাধিক ওটিটি অ্যাপ

প্রসঙ্গত, অল্ট বালাজি, উল্লু, বিগ শটস অ্যাপ, ডেসিফ্লিক্স, নবসরা, বুমেক্স, ওয়াও এনটারটেনমেন্ট, হটএক্স ভিআইপি, হালচাল অ্যাপ, মুডএক্স, নিওনএক্স ভিআইপি, মোজফ্লিক্স, ট্রিফ্লিক্স, ফেনিও, প্রাইম প্লে, নুইফ্লিক্স, এক্সট্রামুড, ব়্যাবিট, হান্টার্স, বেসারামস, এক্স প্রাইম, আনকাট আড্ডা, ভুভি, ইয়েসমা-র মতো অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র সরকার।