এক গুটখা, পানমশলার বিজ্ঞাপনে একসঙ্গে দেখা যাচ্ছে বলিউডের তিন মেগাস্টার-শাহরুখ খান, অজয় দেবগন, অক্ষয় কুমারকে। এর আগে তামাকজাত পণ্যের বিজ্ঞাপনে দেখা গিয়েছে বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চনকে। আর বলিউডের মহাতারকারা তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করায় তাঁদের বিরুদ্ধে সরব হলেন গোয়া বিজেপির প্রভাবশালী নেতা শেখর সালকার।
গোয়া মেডিক্যাল সেলের আহ্বায়ক শেখর সালকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানালেন, তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করায় যেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমারের পদ্ম পুরস্কার কেড়ে নেওয়া হয়। আরও পড়ুন:
রিয়েলিটি শোয়ের মঞ্চে ভালবাসা উপচে পড়ল নুসরত-যশের, দেখুন
তামাকজাত পণ্যের কারণে দেশের বহু মানুষ মারা যান। আর সেইসব জীবন কেড়ে নেওয়া তামাকজাত পণ্যের বিজ্ঞাপন করে বলিউড মহাতারকারা দেশবাসীকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছেন বলে অভিযোগ করেন গোয়ার সেই বিজেপি নেতা।
দেখুন টুইট
#Goa #BJP's (@BJP4Goa) medical cell convenor, #ShekharSalkar, urged PM @narendramodi to strip Bollywood actors @SrBachchan, @ajaydevgn and @akshaykumar and @iamsrk off their Padma awards for featuring in surrogate advertisements promoting tobacco products. pic.twitter.com/gLKpK0NfS6
— IANS (@ians_india) April 20, 2022